BJ Sports – Cricket Prediction, Live Score

ইন্দোরে তৃতীয় টেস্টে পেস সহায়ক পিচেরই ইঙ্গিত

 ইন্দোরে তৃতীয় টেস্টে পেস সহায়ক পিচেরই ইঙ্গিত

#image_title

Indore Pitch. (Photo Source: Twitter)

বর্ডার গাভাসকর ট্রফিতে শুরুটা দুরন্তভাবে করেছে ভারতীয় দল। পরপর দুই টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্রও যোগার করে ফেলবে টিম ইন্ডিয়া। ইন্দোরে সেই টেস্টে নামার আগে পিচের দিকেই যে সবচেয়ে বেশী নজর তা বলার অপেক্ষা রাখে না। প্রথম দুই টেস্টে পিচ স্পিন সহায়ক হলেও ইন্দোর যে একেবারে স্পিনিং ট্র্যাক হবে তা কিন্তু নয়।

শোনাযাচ্ছে  তৃতীয় টেস্টে ইন্দোরের পিচে স্পিনারদের থেকে পেসারদের জন্যই সুবিধা থাকবে খানিকটা বেশী। বিশেষ করে প্রথম দুই দিন ইন্দোরের পিচে বাউন্সের আধিক্যই দেখা যাবে। আর তাতে যে অসেট্রেলিয়ার সুবিধা খানিকটা হলেও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ইন্দোরে কৃষ্ণ মৃত্তিকা নয়, লাল মাটির পিচই প্রস্তুত হচ্ছে। সেখানেই শোনাযাচ্ছে অন্তত প্রথম তিন দিন বাউন্সের আধিক্য থাকবে। তবে তৃতীয় দিন থেকে পিচে হাল্কা টার্ন দেখা যেতে পারে।

প্রথম দুই টেস্টে স্পিনাররাই পিচ থেকে সবচেয়ে সাহায্য পেয়েছিল

এখনও পর্যন্ত বারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে স্পিনারদের আধিক্যই দেখা গিয়েছে সবচেয়ে বেশী। দুটো টেস্টে ইতিমধ্যেই দুই দলের স্পিনাররা মিলে ৫২টি উইকেট তুলে নিয়েছে। সেখানে পেসারদের ঝুলি কার্যত ফাঁকাই বলা যায়। তবে ইন্দোর টেস্টর পিচ যে নাগপুর এবং দিল্লির থেকে অনেকটাই আলাদা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্তত প্রথম দিন থেকে এখানে বাউন্সের প্রভাবই বেশী থাকবে বলে মনে শোনাযাচ্ছে।

তৃতীয় টেস্টেই অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক ও ক্যামেরণ গ্রীণ। স্টিভ স্মিথের নেতৃত্বে এই ম্যাচ জয় পাওয়ার সুয়োগ যে অস্ট্রেলিয়ার সামনে বেশী রয়েছে তাও বেশ স্পষ্ট। তবে তৃতীয় দিনের পর থেকে পিচের প্রকৃতি বদলাতে পারে বলেি মনে করছেন অনেে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ভারতীয় স্পিনাররাই সবচেয়ে বেশী সফল হয়েছিলেন। সেখানেই দুরন্ত পারফফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনেই আটটি করে উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ঝুলিতে এসেছিল পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্কন অশ্বিন। দ্বিতীয় টেস্টে দুরন্ত ফর্মে চিলেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে একাই ১০ ুইকেট তুলে  নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত ুইকেট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

The post ইন্দোরে তৃতীয় টেস্টে পেস সহায়ক পিচেরই ইঙ্গিত appeared first on CricTracker Bengali.

Exit mobile version