BJ Sports – Cricket Prediction, Live Score

আম্পায়ারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে এমএস ধোনির সমালোচনা করতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর

 আম্পায়ারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে এমএস ধোনির সমালোচনা করতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর

#image_title

MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে নতুন রেকর্ড গড়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের মঞ্চে ১০ বার  ফাইনালে পৌঁছনোর রেকর্ড গড়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস সেখানে পৌঁছে গেলেও হঠাত্ই নমতুন করে একটি বিতর্ক দেখা দিয়েছে। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন খোদ তেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর হাত ধরেই পের অএকবার ফািনালে পৌঁছেছে চেন্নাি সুপার কিংস। দুর্ধর্, ফর্মে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস।

সেই ম্যাচেই আম্পায়ারের সঙ্গে  ম্যাচ চলাকালীন দীর্ঘক্ষণ আলোচনায় জড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  আর সেই ছবুও ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি। প্রায় চার মিনিট াম্পায়ারদের সহ্গে বাক হিতন্ডায় জড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিায়ক মহেন্দ্র সিং ধোনি। কিছু জিনিস নিয়ে সংশয় কাটানোর জন্যই দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন তিনি। আর সেই ঘটনা নিয়েই  ক্রিকেট মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ কেউ তো মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করেছেন এই বিষয় নিয়ে। সেই পরিস্থিতি নিয়েই এূার মুখে খুলেছেন সঞ্জয় মঞ্জরেকর।

এণএস ধোনির নেতৃত্বের দশবার আইপিএলের ফাইনালে পৌঁছল চেন্নাই সুপার কিংস

যদিও  তিনি কিন্তু এই পরিস্থিতি নিয়ে এবারেই মগেন্দ্র সিং ধোনিকে পুরোপুরি দোষারোপ করতে নারাজ।  বরং তাঁর মতে এটা ছিল একটা কৌশলগত পদক্ষেপ। সেই সময় গুজরাত টাইটান্সের রসিদ খান ব্যাটিং করছিলেন। তাঁকে আঈটকানোটাই চিল মহেন্দ্র সিং ধোনির কাছে প্রধান লক্ষ্য। মথিসা পাথিরানাকে দিয়ে বোলিং করানোই ছিল সেই সময় মগেন্দ্র সিং ধোনির প্রধান লক্ষ্য। সেই সময়ই আম্পায়াররা পাথিরানাকে দিয়ে বোলিং করতে দেওয়ার পক্ষে ছিলেন না। কারণ তিনি নাকি বোলিংয়ের জন্য পর্যাপ্ত সময় মাঠে ছিলেন না। তখনও চার মিনিট বাকি। সেই সময়ই এই সিদ্ধান্ত সবিস্তারে জানানর আবেদন করে আম্পায়ারের সঙ্গে বাত বিতন্ডায় জড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

এই প্রসঙ্গেই সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, “আমরা কেউই জানি না সেই সময় কী ঘটেছিল। সেই সময় তিনি চার মিনিট দূরে ছিলেন। সেই আলোচনার সময়টা গণণা করা হয় কিনা  সেই সম্বন্ধে মার কোনও ধারণা নেই। মাঠে যখন খেলা চলে সেই সময়টাই একমাত্র গণনা করা হয়। আমাপর মনে হয় স সেই সময় বোধহয় এমএস ধোনি ভেবেছিলেন যে এটা একেবারেি তাঁর পক্ষে যাবে। এখন আমি মনে করছি যে এমএস ধোনি অত্যন্ত স্মার্ট ছিলেন। তিনি জানতেন সেই সময় যেভাবে রশিদ খান ব্যাটিং করছিলেন এমন একজনকেই তাঁকে বোলিং দিতে হবে যাঁকে তিনি সহচেয়ে বেশী বিশ্বাস করতে পারবেন”। এমনটাই ক্রিক ইনফোকে জানিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।

২০২১ সালে শেষবার এমএস ধোনির নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। মাঝে ২০২২ সালে তারা পারেনি। ফের এবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে এমএস ধোনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।

The post আম্পায়ারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে এমএস ধোনির সমালোচনা করতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version