BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে অধিনায়ক হিসাবে নয়া মাইলস্টোন গড়লেন ডেভিড ওয়ার্নার

 আইপিএলে অধিনায়ক হিসাবে নয়া মাইলস্টোন গড়লেন ডেভিড ওয়ার্নার

#image_title

David Warner. ( Photo Source: BCCI/IPL )

আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালস পরপর তিন ম্যাচে হারলেও প্রতি ম্যাচেই তাদের হয়ে রান পেয়েছেন ডেভিড ওয়ার্নার। মঙ্গলাবর ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাতেও অর্ধশতরানের ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক । সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে নতুন নজির গড়লেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে ৩০০০ রানের মাইলস্টোন গড়লেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই আইপিএলের তৃতীয় অধিনায়ক হিসাবে ৩০০০ রানের মাইলস্টোন গড়েছেন ডেভিড ওয়ার্নার।

এবারের আইপিএলের শুরু থেকেই নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন ডেভিড ওয়ার্নার। কয়েকদিন আগেই আইপিএলের মঞ্চে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৬০০০ রান করার রেকর্ড গড়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নতুন নজিরের মালিক তিনি। আইরিএলের মঞ্চে ২০১৬ সাল এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারের কাছে সবচেয়ে সাফল্যের। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল  সানরাইজার্স হায়দরাবাদ। তাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার সেই ডেভিড ওয়ার্নারের মুকুটে নয়া পালক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৭ বলে ৫১ রান করেছেন ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএল সুরু হওয়ার আগেই ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর পরিবর্তেই এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছে ডেভিড ওয়ার্নারের কাঁধে। যদিও ডেভিড ওয়ার্নারের হাত ধরে এখনও পর্যন্ত তিন ম্যাচের মধ্যে একটিও জয়ের স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। যদিও ডেভিড ওয়ার্নারের ব্যাটে রানের ঝলক দেখা গিয়েছে। যদিও তাঁর স্ট্রাইকরেট নিয়ে কিন্তু এবার নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সেখানেই ডেভিড ওয়ার্নারের ব্যাটে এবার নতুন রেকর্ড।

ডেভিড ওয়ার্নারের আগে আইপিএলের মঞ্চে অধিনায়ক হিসাবে ৩০০ রানের ক্লাবে রয়েছেন রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর। যদিও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা অনেক ধাপই এগিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটারের থেকে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই ডেভিড ওয়ার্নার যখন ব্যাটিং করতে মাঠে নামেন, সেই সময় তিন হাজার রানের এই মাইলস্টোন থেকে আর মাত্র দুই রান দূরে ছি্লেন ডেভিড ওয়ার্নার। যদিও অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে সেই রেকর্ড গড়তে খুব একটা বেশী সময় লাগে নি তাঁর।

এদিন অবশ্য ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেই থামতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি চার । একটিও ওবার বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। স্ট্রাইকরেট রয়েছে ১০৮.৫১।

The post আইপিএলে অধিনায়ক হিসাবে নয়া মাইলস্টোন গড়লেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

Exit mobile version