BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার কারণ দর্শালেন পরশ মাম্বরে

 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার কারণ দর্শালেন পরশ মাম্বরে

#image_title

Paras Mhambrey. (Photo Source: BCCI)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সুরু হওয়ার আগে থেকেই রবিচন্দ্রন অশ্বিনের সেই ম্যাচে খেলা নিয়ে আরম্ভ হয়েছিল একটা জল্পনা। তিনি নাকি শার্দূল ঠাকুর, কাকে খেলানো হবে সেটা নিয়েই নানান আলোচনা চলছিল। শেষপর্যন্ত ভারতীয় টুম ম্িযানেজমেন্ট রবিচন্দ্রন ্স্বিনকে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছিল। অস্ট্রেলিয়ারক বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে শার্দূল ঠাতুরকে খেলানোর সিদ্ধান্তই নিয়েচিল বারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্ত দেখার পর য়ে সমালোচনা শুরু হওয়াটাই ঠিল স্বাভাবিক, তা বলারক অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্দে ভারতীয় বোলাররা যে খুব একটা ভাল পারফরম্য়ান্স প্রদর্শন করেছেন তা কিন্তু প্রথম দিনের সেষে বলা সম্ভব নয়। কারম প্রতম দিনের শে,ে অস্ট্রেলিয়ার রান ৩২৭।ষ মাত্র ৩ উইকেট তুলতে পেরেছেন ভারতীয় দলের বোলাররা। সেখানেই নানান হিসাব নিকাশ চলছে এখন। শুরুটা বাল করলেো স্টিব স্মিথ এবং ট্রেবিস হেডের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া শিবির। সেখানেই রবিচন্দ্রন অশ্ূুিনকে না খেলিয়ে, আরও এঅকজন বাড়তি সিমারকে খেলানো নিয়ে যে প্রশ্ন উঠকে শুরু করে দেবে তা তো বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১০০টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে সবচেয়ে সফল বোলারের তকমা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের গায়ে। এমনকী এই বছরের বর্ডার গাভাসকর ট্রফিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। বর্ডাক গভাসকর ট্রফিতে তাঁর ঝুলিতে রয়েছে ৬১টি উইকেটও। কিন্তু সেই অশ্বিনকেই প্রথম একাদশে রাখা হয়নি। যদিও প্রথম দিনের সেষে সেি সিদ্দান্তের পিচনে কারম দর্শিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরণ মাম্বরে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তাঁর মতো এমন একজন চ্যাম্পি.ন বোলারকে ভারতীয় দলে না রাখার সিদ্ধান্তটা সত্যিই কঠিন একটা ব্যপার। তবে এদিন সকালের আবহাওয়া ও পরিস্থিতি দেখার পর আমরা ঠিক করেছিলাম একজন বাড়তি সিমারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। অতীতেও এমন একতই কাজ আমরা করেছিলাম। সেকানে সাফল্যও এসেছিল। শেষ সফরেও আমরা চারজন সিমারকে নিয়েই খেলতে নেমেছিলাম। সেখানে সিমাররা আমাদের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন”।

যদিও প্রতম দিন শেষ হওয়ার পর থেকেই রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে ক্রমসই সমালোচনার সুরটা চড়া গতে শুরু করেছে। কেন এমনটা হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরী উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। কিন্তু তাঁকে কেন খেলানো হচ্ছে না, তারই কারম দর্শালেন এবার পরশ মাম্বরে।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার কারণ দর্শালেন পরশ মাম্বরে appeared first on CricTracker Bengali.

Exit mobile version