Skip to main content

সর্বশেষ সংবাদ

২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েই যাত্রা শেষ মহম্মদ সামির

Mohammed Shami. ( Image Source: Twitter )

তীরে এসেও তরী ডুবেছে ভারতের। ফাইনালের মঞ্চে এবারেও সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। সেই যন্ত্রনা বুকে চেপেই মাঠ ছাড়তে হয় ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপের ট্রফি হতে না উঠলেও, একেবারে যে ভারতীয় দলের প্রাপ্তির ঝুলি ফাঁকা তেমনটা বলা যায় না। বিশ্বকাপের ট্রফি না উঠলেও চলতি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েই যাত্রা শেষ করেছেন মহম্মদ সামি। চলতি বিশ্বকাপের মঞ্চে মাত্র ৭টি ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ২৪টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁকে নিয়ে প্রত্যাশাটা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু বিশেষ কিছু করতে পারেননি এই তারকা ক্রিকেটার। মাত্র একটি উইকেট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। আর সেই উইকেটই মহম্মদ সামিকে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক করে দিয়েছে। বিশ্বকাপের মঞ্চে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন মহম্মদ সামি। সেখানেই কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেচটের মালিক হয়েই যাত্রা করেছেন এবার তিনি।

বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ২৪ উইকেটের মালিক মহম্মদ সামি

তবে এবারের বিশ্বকাপে মহম্মদ সামি সেরা পারফরম্যান্স ছিল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের বিরুদ্ধে তিনি একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট। টপ অর্ডার তেকে মিডল অর্ডার, মহম্মদ সামির ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিলেন। ডেভন কনওয়ের উইকেট নিয়ে এদিন যাত্রা শুরু করেছিলেন এই তারকা ক্রকেটার। সেই থেকেই রাচিন রবীন্দ্র, কেন উইলিামসন, টম ল্যাথামদের মতো তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। যখনই নিউ জিল্যান্ড কোনও বড় পার্টনারশিপ গড়ার দিকে এগিয়েছিল সেই সময়ই ভারতীয় দলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্সই মুগ্ধ করেছিল ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটারকে।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে তিনিই দ্রুততম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন ৫০ উইকেট। এতকিছুর মধ্যে একটাই আফসোস সকলের। বিশ্বকাপের ফাইনালে নিজের বিধ্বংসী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

এবারের বিশ্বকা্পের সুরুর দিুকে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। লিগ পর্বের একেবারে শেষের দিকেই তাঁকে খেলানো হয়েছিল। সেখানেই সকলকে অবাক করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বল হাতে শুরুটা ভালভাবেই করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা আর করতে পারেননি মহম্মদ সামি।

The post ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েই যাত্রা শেষ মহম্মদ সামির appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)গতবারের ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবারের ডব্লুপিওলেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই নেমেছিল তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। এবারেও...

ওমেন্স প্রিমিয়ার লিগে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামে দল পেলেন কাশভি গৌতম

Kashvee Gautam. ( Photo Source: Twitter )ওমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে এসেই ইতিহাস তৈরি করলেন কাশভি গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভি গৌতম।  এদিন...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

India Team Practice. ( Photo Source: BCCI/Twitter )রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।  সিরিজ জয়ের পাশাপাশি এই সিরিজ দিয়েই যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু জসপ্রীত বুমরার

Jasprit Bumrah Practice. ( Image Source: Jasprit Bumrah )ওডিআই বিশ্বকাপের পর বেশ কয়েকদিন বিস্রাম নেওয়া হয়ে গিয়েছে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্রাম কাটিয়ে সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন ভারতীয় দলের...