Skip to main content

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমন গিলের খেলা দুর্দান্ত ইনিংসের প্রশংসা করলেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ

 মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমন গিলের খেলা দুর্দান্ত ইনিংসের প্রশংসা করলেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ

Virat Kohli and Rishabh Pant’s Instagram Story. (Photo Source: Virat Kohli and Rishabh Pant)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের কোয়ালিফায়ার ২-এ রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি)। এই ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন জিটির প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। শেষ চার ম্যাচে এটি ছিল তার তৃতীয় শতরান।

তিনি মাত্র ৬০ বল খেলে ১২৯ রান করেন। তিনি এই অসাধারণ ইনিংসটিতে ৭টি চার এবং ১০টি ছয় মারেন। তার এই ইনিংসের হাত ধরে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রান করে গুজরাট টাইটান্স। রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব আউট হওয়ার পর এমআই ম্যাচে আর কামব্যাক করতে পারেনি। তিনি ৩৮ বলে ৬১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই সুন্দর ইনিংসটিতে ৭টি চার এবং ২টি ছয় মারেন। এছাড়াও তিলক ভার্মা ৫টি চার এবং ৩টি ছয় সহ ১৪ বলে ৪৩ রান করেন। মোহিত শর্মা বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন। তিনি ২.২ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫টি উইকেট নেন। আগের মরসুমের মতো এই মরসুমেও ফাইনালে জায়গা করে নিয়েছে জিটি।

শুভমন গিলের খেলা এই অসাধারণ ইনিংসটির প্রশংসা করেছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং নীতিশ রানা। কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গিলের একটি ছবি দিয়ে তার উপরে একটি তারার ইমোজি দিয়েছেন। তিনি তাকে সিতারা (তারকা) বলে ডাকেন। এই তারার ইমোজি দিয়ে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। ঋষভ পন্থ তার ইনস্টাগ্রাম স্টোরিতে গিলের ফটো দিয়ে তাতে ক্যাপশন দিয়েছেন “ক্লাস বাবা”। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক নীতিশ রানা গিলকে “গোট” (গ্রেটেস্ট অফ অল টাইম) বলে সম্বোধন করেছেন।

Someone: Show me what a GOAT looks like
Me: 👇@ShubmanGill 🫡 pic.twitter.com/UgpwWjlQdw

— Nitish Rana (@NitishRana_27) May 26, 2023

ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স

২৮শে মে, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই মরসুমের ফাইনাল ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে গুজরাট টাইটান্স।

কোয়ালিফায়ার ১-এ জিটিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সিএসকে। সেটি ছিল জিটির বিরুদ্ধে তাদের প্ৰথম জয়। জিটি এবং সিএসকে পয়েন্ট তালিকায় যথাক্রমে প্ৰথম ও দ্বিতীয় স্থানে শেষ করেছিল। শেষমেশ এই মরসুমে কোন দল শিরোপা জিতবে সেটাই এখন দেখার বিষয়।

The post মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমন গিলের খেলা দুর্দান্ত ইনিংসের প্রশংসা করলেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পাওয়াটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের সেরা প্রাপ্তি

Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বুদবার ভারপতী সময় দুপুর তিনটে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল।...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতকেই খেলানোর বার্তা দীনেশ কার্তিকের

Dinesh Karthik and KS Bharat. (Photo Source: Twitter)আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। গতবার ফাইনালে্ উঠলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে হেরে ব্যর্থ...

ডব্লুটিসি ২০২৩ঃ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Rohit Sharma and Pat Cummins. (Photo Source: IndianCricketTeam/Insta)আগামী ৭ জুন ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।  বহু চর্চিত সেই ফাইনাল শুরু হতে হাতে আর ২৪ ঘন্টাও...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে অ্যান্ডি ফ্লাওয়ার

Andy Flower. (Photo Source: IPL/BCCI)আগামী ৭ জুন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নামার আগেই অস্ট্রেলিয়া শিবিরে নতুন অতিথি। অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদে নিয়োগ হলেন...