Skip to main content

মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স

 মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স

Mumbai Indians vs Gujarat Titans. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর কোয়ালিফায়ার ২-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৬২ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স (জিটি)। এই নিয়ে টানা দুই বছর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল জিটি।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ঋদ্ধিমান সাহা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ১৬ বলে ১৮ রান করেন। শুভমন গিল শুরু থেকেই আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছিলেন। তিনি এই ম্যাচে ৬০ বলে ১২৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই অসাধারণ ইনিংসে ছিল ৭টি চার এবং ১০টি ছয়। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল তার তৃতীয় শতরান। সাই সুদর্শন ৫টি চার এবং ১টি ছয় সহ ৩১ বলে অপরাজিত ৪৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

শেষে হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ২টি চার এবং ২টি ছয়। রশিদ খান ২ বলে অপরাজিত ৫ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রান করে গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র ২ জন বোলার এই ম্যাচে উইকেট পেয়েছেন। আকাশ মাধওয়াল ৪ ওভারে ৫২ রান এবং পীযুষ চাওলা ৩ ওভারে ৪৫ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন মোহিত শর্মা

ইশান কিষান প্ৰথম ইনিংসে চোট পেয়েছিলেন। সেই কারণে তিনি দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নামতে পারেননি। এটি এমআইয়ের জন্য একটি অনেক বড় ধাক্কা ছিল। ইশান কিষানের পরিবর্তে অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং করতে নেমেছিলেন নেহাল ওয়াধেরা। তবে তিনি প্ৰথম ওভারেই ৩ বলে ৪ রান করে আউট হন। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা। তিনি ৭ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ৪৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৩টি ছয় মারেন। ওয়ান ডাউনে নেমে চোট পেয়ে মাঠ ছাড়ার পর আবার ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনি ২টি চার এবং ২টি ছয় সহ ২০ বলে ৩০ রান করেন।

সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৩৮ বল খেলে ৬১ রান করেন। তিনি এই ইনিংসে ৭টি চার এবং ২টি ছয় মারেন। তার উইকেটটি নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে জিটি। টিম ডেভিড এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। এই ম্যাচে জিটির সবথেকে সফল বোলার ছিলেন মোহিত শর্মা। তিনি ২.২ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। রশিদ খান এবং মহম্মদ শামি ২টি করে উইকেট নেন। জশুয়া লিটিল ১টি উইকেট পান। ১৮.২ ওভারে ১৭১ রানে শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান শুভমন গিল।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

The 𝗙𝗜𝗡𝗔𝗟𝗜𝗦𝗧𝗦 of #TATAIPL 2023 🏆

It’s going to be the Chennai Super Kings facing the Gujarat Titans in the summit clash 🙌

BRING. IT. ON 😍 pic.twitter.com/FYBhhsN808

— IndianPremierLeague (@IPL) May 26, 2023

#TATAIPL 2023 has come full circle! 🫢⚡#CSGvGT #PhariAavaDe

আরো আইপিএল সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পাওয়াটাই শার্দূল ঠাকুরের কাছে জীবনের সেরা প্রাপ্তি

Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বুদবার ভারপতী সময় দুপুর তিনটে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল।...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কেএস ভরতকেই খেলানোর বার্তা দীনেশ কার্তিকের

Dinesh Karthik and KS Bharat. (Photo Source: Twitter)আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। গতবার ফাইনালে্ উঠলেও শেষপর্যন্ত নিউ জিল্যান্ডের কাছে হেরে ব্যর্থ...

ডব্লুটিসি ২০২৩ঃ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Rohit Sharma and Pat Cummins. (Photo Source: IndianCricketTeam/Insta)আগামী ৭ জুন ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।  বহু চর্চিত সেই ফাইনাল শুরু হতে হাতে আর ২৪ ঘন্টাও...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া শিবিরে অ্যান্ডি ফ্লাওয়ার

Andy Flower. (Photo Source: IPL/BCCI)আগামী ৭ জুন ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নামার আগেই অস্ট্রেলিয়া শিবিরে নতুন অতিথি। অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদে নিয়োগ হলেন...