
প্রথম কোয়ালিফায়ারে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও শেষরক্ষা করতে পারেনি গুজরাত টাইটান্স। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে খানিকটা হলেও দ্বিতীবার ফাইনালে পৌঁছনোর অপেক্ষাটা বেড়েছে গুজরাত টাইটান্সের। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্দে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে নামছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে নামার আগেই গুজরাত টাইটান্সের দাসুন শনাকাকে নিয়ে খানিকটা চিন্তিত বীরেন্দ্র সেওয়াগ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর বদলে অন্য ক্রিকেচারকেই কেলানোর পারমর্শ দিচ্ছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
কেন উইলিয়াম,ন তাদের দলে থাকলেও প্রথম ম্যাচের রপরই চোট পেয়ে গুজরাত টাইটান্স শিবির থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই জায়গাতেই এবার শ্রীলঙ্কার দাসুন শনাকাকে স্কোয়াডে নিয়েছিল গুজরাত টাইটান্স। যদিও শুরুর দিকে বেশীরভাগ ম্যাচই ডাদ আউটে বসে কেটেছিল তাঁর। শেষ কয়েকটি ম্যাচই দেখা গিয়েছে শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটারকে। কিন্তু সেই মঞ্চে নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তিনটি ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন দাসুন শনাকা।
চলতি আইপিএলে মাত্র ২৬ রান করতে পেরেছেন দাসুন শনাকা
এবারের আইপিএলে শেষ যে কতকিনটি ম্যাচ দাসুন শনাকা খেলেছেন সেখানে তাঁর রান রয়েছে ৯*, ০ এবং ১৭। সব মিলিয়ে মাত্র ২৬ রানই করতে পেরেছেন এই তারকা শ্রীলঙ্কান ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের মর বাঁচন ম্যাচ। ফাইনালের টিকিট পাকা করতে হলে এই ্মযাচে কোনও ভুল করা চলবে না। সেখানেই দাসুন শনাকার ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন প্রাক্তন বারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে এই ম্যাচে দাসুন শনাকার পরিবর্তে ও়ডিন স্মিথ কিংবা আলজারি জোসেফদের মধ্যে কারও একটা খেলা উচিত্।
বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “গুজরাত টাইটান্সের বোলিং নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। বরং গুজরাত টাইটান্সের দাসুন শনাকার পারফরম্যান্স নিয়েই খানিিকটা চিন্তায় রয়েছি আমি। তাঁর পরিবর্তে গুজরাত টাইটান্সে আলজারি জোসেফ কিংবা ওডিন স্টিথকে খেলাতে পারেন। শনাকার পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। তাঁকে নিয়ে এবারের াইপিএলে আমাদের সকলেরই প্রত্যাশা অনেক বেশী ছিল। কিন্তু তিনি সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন। একইসঙ্গে গুজরাত টাইটান্স তাঁর পরিবর্তে অভিনব মনোহরকেও খেলাতে পারেন। কারণ এই ব্যাটারের ব্যাটেও বড় ষট মারার দক্ষতা রয়েছে”।
শেষপর্যন্ত এদিন কোন দলের মুখে জয়ের হাসি ফোটে তা তো সম.ই বলবে। ঘরের মাঠে মাঠে গুজরাত টাইটান্স। সেটা যে খানিকটা হলেও তাদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
The post মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাসুন শনাকাকে না খেলানোর বার্তা বীরেন্দ্র সেওয়াগের appeared first on CricTracker Bengali.