
Mitchell Marsh. ( Photo Source: Robert Cianflone/Getty Images )
পুণেতে এদিন মিচেল মার্শের ঝড়। আর তাতেই শেষ ম্যাচেও ব্যর্থতার দুঃখ নিয়েই মাঠ ছাড়তে হল বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেছিল বাংলাদেশ ব্রিগেড। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যে সেই রান যথেষ্ট ছিল না তা বুঝিয়ে দিলেন মিচেল মার্শ। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চ বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের ধারা অব্যহত রাখলেন এই তারকা ক্রিকেটার। গত ্মযাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিন বাংলাদেশের বিরুদ্ধে দেড়শো রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের সমস্ত আশা একাই শেষ করে দিলেন তিনি।
সেমিফাইনালে আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল অজি বাহিনী। এদিন ভারতের পর দ্বিতীয় স্থানে নিজেদের স্থান কার্যত পাকাপাকি করে ফেলল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে এদিন ট্রেভিস হে়ডকে ১০ রানে প্যাভিলিয়নে ফেরানো। এরপর থেকে মাঠে শুধুই ছিল মার্শ ঝড়। সেখানেই খরকুটোর মতো উড়ে গেল তাসকিন আহমেদ, নাসুম আহমেদের মতো বোলাররা। জয়ের ধারা অব্যহত রেখেই লিগ পর্ব শেষ করল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের নায়ক এদিন মিচেল মার্শ।
১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা মিচেল মার্শ
বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২ উইকেট খুইয়েই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। এদিন টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপের শেষ ম্যাচে জিতেই মাঠ ছাড়তে চেয়েছিল বাংলাদেশ শিবিরও। সেখানে শুরু থেকেই বেস আক্রমণাত্মক ছিলেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। যদিও তারা অর্ধশতরানের গন্ডী টপকাতে পারেননি। কিন্তু তওহিদ হৃদয় এদিন দুরন্ত ফর্মে ছিলেন। বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেছিলেন।
A seventh-successive win for Australia ahead of the #CWC23 semi-finals 👊#AUSvBAN 📝: https://t.co/NdFexCX9j0 pic.twitter.com/7X0kubnXoj
— ICC (@ICC) November 11, 2023