Skip to main content

সর্বশেষ সংবাদ

মাইলস্টোন নয় দলের জন্যই খেলছেন রোহিত শর্মা, মনে করছেন সুনীল গাভাসকর

মাইলস্টোন নয় দলের জন্যই খেলছেন রোহিত শর্মা মনে করছেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar and Rohit Sharma. (Photo Source: Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে যেভাবে এবারের বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা খেলছেন, সেই ধারা তচিনি বদলাবেন না। বিশ্বকাপের মঞ্চে নিজের ব্যক্তিগত মাইলস্টোনের জন্য রোহিত শর্মা খেলছেন না বলেই মনে করছেন ভারতের এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার। এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে প্রতি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সেইসঙ্গে রয়েছে তাঁর আক্রমণাত্মক ইনিংস। আর সেটাই যেন আশার আলো দেখাচ্ছে সুনীল গাভাসকরকে।

এবারের বিশ্বকাপের মঞ্চে প্রতি ম্যাচেই অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন রোহিত শর্মা। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন তিনি। শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এছাড়াও বহুম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় দলের জয়ের পিছনেও অন্যতম প্রধান কারিগড় দ্য হিটম্যান। প্রতি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। সেই কারণেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

বিশ্বকাপের মঞ্চে লিগপর্বে ৯ ম্যাচে ৫০৩ রান করেছেন রোহিত শর্মা

এবারের বিশ্বকাপের মঞ্চে প্রতি ম্যাচেই শুরু থেকে আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। পাওয়ার প্লে-তে তিনি থাকাকালীনই ভারতীয় দল বড় রান করতে পেরেছিল। আর সেটাই যে প্রতি ম্যাচে ভারতকে এগিয়ে যেতে সাহায্য করেছিল তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার এই মানসিকতাই সুনীল গাভাসকরকে খুশি করছেন। তাঁর মতে রোহিত শর্মা এবারের বিশ্বকাপের মঞ্চে একেবারেই নিজের ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে চিন্তিত নন। রোহিত শর্মার এমন মানসিকতারই প্রশংসা বারবার শোনা গিয়েছে প্রাক্তন এই ভারতীয় কিংবদন্তীর মুখে।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “যেভাবে রোহিত শর্মা গোটা প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্স দেখাচ্ছেন, আমার মনে হয় না যে রোহিত শর্মা সেই পারফরম্যান্স বদলাবেন। তিনি নিজের ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে একেবারেই চিন্তিত নন। বরং শুরুটা কতটা জোরালো ভাবে করা যায় সেদিকেই নজর রয়েছে রোহিত শর্মার। আর সেটাই প্রতিপক্ষকে বাড়তি চাপের মুখে ফেলে দিচ্ছে। সেটাই তাঁর দলকে মূলধন করার সুযোগ করে দিচ্ছে. যার ওপর নির্ভর করে বাকি ৪০ ওভারে বড় রান করছে ভারত”।

চলতি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে রোহিত শর্মার ঝুলিত্ রয়েছে ৫০৩ রান। সেইসঙ্গে রোহিত শর্মার স্ট্রাইকরেট রয়েছে ১২১.৫০ এবং গড় রয়েছে ৫৫.২৯। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হিটম্যান শো দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post মাইলস্টোন নয় দলের জন্যই খেলছেন রোহিত শর্মা, মনে করছেন সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

বিবিএল ২০২৩-২০২৪, ম্যাচ ৫, সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

Sydney Sixers vs Hobart Hurricanes. (Photo Source: Getty Images)১১ই ডিসেম্বর, সোমবার, নর্থ তাসমানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর পঞ্চম ম্যাচে সিডনি সিক্সার্স (এসআইএক্স) এবং হোবার্ট হারিকেনস (এইচইউআর)...

২০২৩ সালে ক্রিকেট জগতে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনাগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

Bishan Singh Bedi and Rohit Sharma. (Photo Source: Matt Roberts-ICC, Bob Thomas Sports Photography)২০২৩ সালে ক্রিকেটে আমরা বেশকিছু হৃদয়বিদারক ঘটনা দেখেছি। এই বছর দুবার ভারতীয় দলকে রানার্স-আপ হয়ে থাকতে হয়েছে।...

“বোলিং করার জন্য প্রচুর লোক রয়েছে” – দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে চিন্তিত নন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav. (Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)১০ই ডিসেম্বর, রবিবার, ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছে ভারত। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর আগে এই...

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের হারের পর নিজের বক্তব্য জানালেন দীপ্তি শর্মা

India vs England. (Photo Source: Pankaj Nangia – ECB/ECB via Getty Images)৯ই ডিসেম্বর, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। এই ম্যাচের পর ভারতের...