Skip to main content

সর্বশেষ সংবাদ

মঙ্গলবার আলিপুর আদালতে জামিন মঞ্জুরক মহম্মদ সামির

Mohammed shami, ( Image Source: Mohammad Shami/ Instagram )

অবশেষে খানিকটা স্বস্তি মহম্মদ সামির। আলিপুর কোর্টে জামিন পেলেন মহম্মদ সামি।  ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে থামায় ঘরোয়া অশান্তির অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। সেই মামলাতেই  এগদিন মহম্মদ সামি আলিপুর কোর্টে হাজিরা দিতে এসিছিলেন। বেশ কয়েকদিন আগেই এই সমস্যা যতটা দ্রুত সমাধান করা যায় সেই নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট। মঙ্গলবারই আলিপুর কোর্টে হাজিরা দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি। সেখানেই  আপাতত স্বস্তি পেয়েছেন তিনি। তাঁর জামি্ন মঞ্জুর করেছে আলিপুর আদালত। দু হাজার টাকার বন্ডে জামি্ন পেয়েছেন মহম্মদ সামি।

২০১৮ সালের ৮ মার্চ যাদবপুর থানাতে মহম্মদ সাামির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল মামলা। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে শুরু হয়েছিল  সেই মামলা। সেখানেই ২০১৯ সালে ২৯ অগস্ট মহম্মদ সামিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। এরপরই নিম্ন আদালতেরক দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ সামি।

২০১৮ সালে মহম্মগ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসায় অভিযোগ উঠেছিল

সেই সময়ই তাঁর গ্রেফতার হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপর প্রায় চার থেকে পাঁচ বছর কেটে গিয়েছে কিন্তু মামলার কোনওরকম গতি পায়নি। এরপরই ফে্র একবার কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহাল। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাঁকে সুপ্রীম কোর্টেই যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত জুলাই মাসেই সুপ্রীম কোর্টের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানেই এক মাসের মধ্যে সেই সমস্যা সমধান করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তাতেই যে মহম্মদ সামির ওপর বেশ খানিকটা চাপ বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শুরু হয়েছিল নানান গুঞ্জন। মহম্মদ সামি কী  এবার গ্রেফতারও হতে পারেন। তাঁকে ঘিরে জল্পনার পারদ ক্রমশই চড়ছিল। যদিও শেষপর্যন্ত স্বস্তির খবরই পেলেন মহম্মদ সামি। মহ্গ লবারই জামিন পেয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। তার আগে এমন মামলা যে মহম্মদ সামির ওপরে চাপ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত সমস্যা কেটে গিয়েছে। মঙ্গলবারই দুই হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের আগে যে মহম্মদ সামি বেশ খানিকটা স্বস্তি পেলেন তা বলার অপেক্ষা রাখে না।

The post মঙ্গলবার আলিপুর আদালতে জামিন মঞ্জুরক মহম্মদ সামির appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

২০১১ সালে প্রথম দল হিসাবে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছিল ভারত

India 2011 World cup. ( Image Source: Twitter )কপিল দেবের পর ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমএস ধোনির হাত ধরে প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল টিম...

রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে হারিয়ে ইরানি কাপ জিতল রেস্ট অফ ইন্ডিয়া

Saurabh Kumar. (Photo Source: Twitter)হনুমা বিহারীর নেতৃত্বাধীন সৌরাষ্ট্রকে ১৭৫ রানে হারিয়ে ইরানি কাপ জিতল জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন রেস্ট অফ ইন্ডিয়া। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নদের ব্যাটিং বিপর্যয়ের কারণে এই ম্যাচে হারতে হল।...

“বাবর আজম ফিল্ডিং করবেন এবং জলও বহন করবেন” – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ককে নিয়ে মজা করলেন শাদাব খান

Babar Azam and Shadab Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)৩রা অক্টোবর, মঙ্গলবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। এই ম্যাচটি শুরু হওয়ার...

ওডিআই বিশ্বকাপের সূচী, স্কোয়াড থেকে সম্প্রচার বিবরণী, দেখে নিন

ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায়...