
Virat Kohli. (Photo Source: MONEY SHARMA/AFP via Getty Images)
টানা দশ ম্যাচ অপরাজিত থেকে শেষপর্যন্ত ফাইনালেই থেমেছিল ভারতীয় দলের দৌড়। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। গোটা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও ফাইনালেই হেরে গিয়েছিল তারা। আহমেদাবাদে এক লক্ষ দর্শকের সঙ্গে গোটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেদিন স্বপ্নভঙ্গ হয়েছিল। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের হারে দুঃখ পেলেও, ক্রিকেটারদের পাশেই দাঁড়ালেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলিদের উজ্জ্বীবিত করতে ড্রেসিংরুমে মোদীর পেপটক।
ফাইনালের ম্যাচ শেষ হওয়ার পরই ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে সকলকে কার্যত চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিজের কাছে ডেকে নিয়ে পেপটক দিতে শুরু করেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে বারবারই এই ফলাফলের জন্য তাদের ভেঙে না পড়ার পরাম্রশই দিচ্ছিলেন তিনি। একইসঙ্গে একটানা দশ ম্যাচ জেতার জন্য শুভেচ্ছাও দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় নেয়নি।
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল ভারত
সেখানেই দেখা যায় মহম্মদ সািকে তাঁর পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভরিয়ে দেন নরেন্দ্র মোদী। বারবার একটাই কথা শোনা গিয়েছিল এদিন তাঁর মুখ থেকে। ভারতীয় দলের ক্রিকেটাররা যাতে ভেঙে না পড়েন সেই বার্তাই বারবার শোনাযাচ্ছিল তাঁর মুখে। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উজ্জীবিত করাই যেন এদিন প্রধান লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Prime Minister Narendra Modi meeting Indian team after the heart-breaking loss in the final. pic.twitter.com/3FTwR2Tzd2
— Johns. (@CricCrazyJohns) November 21, 2023
সেখানেই তিনি বলছিলেন, চিয়ার আপ। এমনটা হতেই পারে। এই গোটা প্রতিযেগিতায় আপনারা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এরপর সেখানে উপস্থিত থাকা রাহুল দ্রাবিড় সহ প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই হাত মেলান নরেন্দ্র মোদী। সেই ছবি দেখেই আপ্লুত সকলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব জায়গাতেই সেদিন পিছিয়ে ছিল ভারতীয় দল। কোনও জায়গাতেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ২৪০ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। বল হাতে লড়ইটা ভাল শুরু করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। সেখানেই ট্রেভিস হেডের দুর্ধর্ষ পারফরম্যান্স শেষ করে দিয়েছিল ভারতীয় দলের বিশ্ব জয়ের স্বপ্নকে।
The post ভারতীয় দলের ড্রেসিংরুমে ক্রিকেটারদের পেপটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর appeared first on CricTracker Bengali.