Skip to main content

সর্বশেষ সংবাদ

ভবিষ্যতে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকা নিয়ে ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

ঘরের মাঠে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছিল ভারত। শেষপরীক্ষা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেই আর শেষরক্ষা করতে পারল না টিম ইন্ডিয়া। অজি বাহিনীর কাছে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে ভারতের। সেখানেই ৬ বার বিশ্বকাপ চ্যাম্পি.ন হওয়ার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। আর সেই থেকেই নানান গুঞ্জন সুরু হয়ে গিয়েছে। বিশেষ করে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের পদে নিজের দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন কিনা সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশী ঘোরপাক খাচ্ছে। যদিও ভবিষ্যত্ নিয়ে এখনও পর্যন্ত কিছু ভাবেননি রাহুল দ্রাবিড়।

২০০৩ সালে  ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হেরেছিলেন রাহুল দ্রাবিড়। ২০ বছর ফের একটা বদলার সুযোগ এসেছিল ভারতীয় দলের সামনে। সেই দলেও ছুলেন রাহুল দ্রাবিড়। কোচ হিসাবে সেই প্রতিযোধ নেওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু আবারও ব্যর্থতা  নিয়েই ফিরতে হচ্ছে তাঁকে। ম্যাচ শেষেই সাংবাদিক সম্মেলনে এসেঠিলেন রাহুল দ্রাবিড়। সেখানে যে তাঁর কোচিং ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তার জবাবও অবশ্য। প্রস্তুত করে রেখেছিলেন রাহুল দ্রাবিড়।

অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে ফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল

সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযগিতা। সেখানেও ভারতীয় দলের কোচ হিসাবে তাঁকে দেখা যাবে কিনা সেই প্রশ্ন যে রাহুল দ্রাবিড়ের কাছে আসবে তা বলার অপেক্ষা রখে না। তবে রাহু দ্রাবিড়ের জবাব কিন্তু একেবারে সকলকে নিশ্চন্ত করতে পারবে না। তাঁর মতে আগামী প্রতিযেগিতাগুলোর এখনও অনেক সময় বাকি রয়েছে। ভবিষ্যতে কী হবে তা নিয়.েই এখনই কোনও কিছু ভাবতে পারেননি ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “আমি এই মুহূর্তে সেসব নিয়ে নিছুই ভাবছিলাম মা এবং সেদিকে বিশেষ জোরও দিতে চাই না। যকন ঠিকঠাকভাবে সময় পাব সেই সময়ই সবকিছু নিয়ে ভাবব। এই মুহূর্তে এই সফরের দিকেই আমার সবচেয়ে ফোকাস ছিল।  আমার মাথায় অন্য কিছুই নেই এখন। ভবিষ্যতে কী হতে চলেছে তা নিয়ে এখনই আমার কোনওরকম ভাবনা নেই”।

ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চূড়ান্ত ব্য়র্থ হয়েছে ভারতীয় দল। ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব ক্ষেত্রেই  অজিদের থেকে এদিন পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। এদিন তারই খেসারত দিতে হয়েছে তাদের। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে বিশ্বকাপের ফাইনালে হার। সেই পারফরম্যান্স নিয়েই শুরু হয়ে গিয়েছে কাটাছেড়া।

The post ভবিষ্যতে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকা নিয়ে ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)গতবারের ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবারের ডব্লুপিওলেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই নেমেছিল তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। এবারেও...

ওমেন্স প্রিমিয়ার লিগে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামে দল পেলেন কাশভি গৌতম

Kashvee Gautam. ( Photo Source: Twitter )ওমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে এসেই ইতিহাস তৈরি করলেন কাশভি গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভি গৌতম।  এদিন...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

India Team Practice. ( Photo Source: BCCI/Twitter )রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।  সিরিজ জয়ের পাশাপাশি এই সিরিজ দিয়েই যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু জসপ্রীত বুমরার

Jasprit Bumrah Practice. ( Image Source: Jasprit Bumrah )ওডিআই বিশ্বকাপের পর বেশ কয়েকদিন বিস্রাম নেওয়া হয়ে গিয়েছে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্রাম কাটিয়ে সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন ভারতীয় দলের...