
রবিবার ফলাফল যদি অন্যরকম হত তবে এখন গোটা দেশের চিত্রটাই আলাদা হত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা হত অগুন্তী ভারতবাসী। তবে শেষপর্যন্ত তা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। সেইসঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্বকাপ জডয়ের স্বপ্নও শেষ হয়েছে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্ব জুড়ে বিরাট, রোহিতদের নিয়ে নানান কাটাছেড়ে চলছে। তার মঝেই নিশ্চুপে ঘরে ফিরলেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই দুই ক্রিকেটার। ফাইনালের মঞ্চেও অর্ধশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা থেমেছিলেন ৪৭ রানে। ফাইনাবের মঞ্চে মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য এই রান যে একেবারেই যথেষ্ট ছিল না তা বলাই বাহুল্য। ভারত জিততে পারলে এদিন মুম্বই বিমান বন্দরে যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের স্বাগত জনাতে জনতার ঢল ামত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই হার এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না কেউই।
বিশ্বকাপে ১১ ইনিংসে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি
বিরাট কোহলি, রোহিত শর্মারা সোমবারই ফিরলেন মুম্বইয়ে। কিন্তু সেখানে আর কোনও সমর্থকের ঢল নেই। নিশ্চুপেই মুম্বই ফিরে চলে গেলেন নিজেদের গন্তব্যের উদ্দেশে। এমন ফলাফল যে এই দুই তারকা ক্রিকেটারও মেনে নিতে পারছেন না তা বলার অপেক্ষা রাখে না। হারের যন্ত্রনা নিয়েই সোমবার ঘরে ফিরলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আপাতত ভারতের পারফরম্যান্স নিয়ে চলছে নানান কাটাছেড়া। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে তো বটেই, সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ একের পর এক রেকর্ড যেমন ভেঙেছেন, কেমনই প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর চওড়া ব্যাটের দাপটও দেখিয়েছেন বিরাট কোহলি। ফাইনালেও চেষ্টা করেছিলেন। কিন্তু একটা খারাপ আউটই সব শেষ করে দিয়েছে বিরাট কোহলির। বিশ্বকা্পের মঞ্চে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। আফসোস শুধু একটা বিশ্বকাপের ট্রফিটা তুলতে পারেননি।
অন্যদিকে রোহিত শর্মাও ছিলেন বিধ্বংসী মেজাজে এবারের বিশ্বকাপ। প্কতি ম্যাচেই রোহিত শর্মাক ব্যাট থেকে দেখা গিয়েছে আক্রমণাত্মক ইনিংস। ফাইনালেও শুরুটা সেভাবেই করেছিলেন। কিন্তু সেই ৪৭ রানের গন্ডীতেই আটকে গিয়েছিলেন ভারতীয় দলেক তারকা অধিনায়ক। বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেল ভারত অধিনায়কের।
The post বিশ্বজয়ের স্বপ্নভঙ্গের পর সোমবারই মুম্বইয়ে ফিরলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.