Skip to main content

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে সবরমতীর রিভার ক্রুজে প্যাট কামিন্স

Pat Cummins. ( Image Source: Twitter )

একসময় তাদের গায়ে ফেভারিটের তকমা ছিল না। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই পারফরম্যান্স দেখেই সকলে হতবাক। বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছতে পারলে অস্ট্রেলিয়া যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ফের একবার বুঝিয়ে দিলেন তারা। রবিবার মেগা ফাইনালে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে ফের একবার চ্যাম্পিয়নের তকমা তুলে নিল অস্ট্রেলিয়া।  চ্যাম্পিয়ন হওয়ার পরই সবরমতী নদীতে রিভার ক্রুজে বিশ্বকাপ নিয়ে ভ্রমন প্যাট কামিন্সের।

বিশ্বকাপের ফাইনালেও ভারতের থেকে পিছিয়ে থেকেই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেখানেই সমস্ত হিসাব বদলে দিয়েছিল অজি বাহিনী। ভারতের বিরুদ্ধে বল হাতে যেমন অসাধারণ ফর্মে ছিল তারা, তেমনই ব্যাট হাতেও ছিল দুর্ধর্ষ ফর্মে। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। বল হাতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা যেমন বিধ্বংসী ফর্মে ছিলেন। এরপর ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ছিলেন ট্রেভিস হেড। আর তাতেই আপ্লুত সকলে।

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের হেক্সা সম্পূর্ণ করল অস্ট্রেলিয়া

রবিবার অস্ট্রেলিয়ার ক্রিকেট মুকুট নতুন পালক জুড়েছে। ভারতের মাটিতেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেখানেই হেক্সা সম্পূর্ণ করে বৃত্তটা সম্পূর্ণ করল অজি বাহিনী। শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলের দু রান নেওয়ার সহ্গেই শুরু হয়েছিল উচ্ছ্বাসটা। সেটা যে দেশে ফেরার পর আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই ট্রফি নিয়ে ভ্রমনের পালা। সোমবার সকালেই আহমেদাবাদের সবরমতী নদীতে ক্রুজ ভ্রনে বেড়োলেন প্যাট কামিন্স। সেখানেই  প্যাট কামিন্সের ভ্রমনসঙ্গী বিশ্বকাপ। সবরমতী নদীতে এদিন বিশ্বকাপ নিয়ে চলল নানান পোজ। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময় নেয়নি।

#WATCH Gujarat: Australian Cricket team captain Pat Cummins poses with the ICC World Cup trophy on a Sabarmati river cruise boat in Ahmedabad. pic.twitter.com/WgZG2mrenk

— ANI (@ANI) November 20, 2023

ভারতকে এদিন ২৪০ রানে শেষ করে দিয়েই নিজেদের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল অস্ট্রেলিয়ার বোলাররা। যদিও ভারতীয় দলের সমর্থকরা তখনও আশায় ছিল। বিশেষ করে পাওয়ার প্লের মধ্যে  ভারতের বোলারদের তিনটি উইকেট তুলে নেওয়া সমর্থকদের প্রত্যাশার পারদটা বাড়িয়ে দিয়েছিল। যদিও শেষরক্ষা হয়নি। সেখানেই ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন  ট্রেভিস হেড।

তাঁর দাপুটে ইনিংসার সামনেই মাথা নত করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেখানেই ট্রেভিস হেডের সেঞ্চুরী ইনিংস শেষ করে দিয়েছিল ভারতীয় দলের সমস্ত আশা। তাঁর হাত ধরেই যষ্ঠ বিশ্বকাপ নিজেদের ক্যাবিনেটে তুলল অস্ট্রেলিয়া।

The post বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে সবরমতীর রিভার ক্রুজে প্যাট কামিন্স appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল মনিপাল টাইগার্স

India Capitals vs Manipal Tigers. (Photo Source: Twitter)লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর ১৩ তম ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারাল হরভজন সিংয়ের নেতৃত্বাধীন মনিপাল টাইগার্স। এই টুর্নামেন্টে এটি...

টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যস্ত রাখবেন, মনে করছেন এবি ডি ভিলিয়ার্স

Jasprit Bumrah. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স মনে করছেন যে আসন্ন টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যস্ত রাখবেন অভিজ্ঞ ভারতীয় পেসার জসপ্রীত...

হার্দিক পান্ডিয়া না থাকলেও গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়নের দাবীদার মনে করছেন ব্র্যাড হগ

Brad Hogg (Photo Source: Twitter)এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স শিবির থেকে হার্দিক পান্ডিয়াকে ফের নিজেদের ঘরে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল শুরু...

“এই সিরিজটি রিঙ্কু সিংয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে, তিনি এবার বিভিন্ন ভূমিকা পালন করেছেন” – আকাশ চোপড়া

Rinku Singh. ( Image Source: X(Twitter)অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন রিঙ্কু সিং। প্ৰথম টি-২০ ম্যাচে তিনি ১৪ বলে অপরাজিত ২২ রানের...