
আগামী অক্টোবরে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। হাতে যে খুব একটা বেশী সময় রয়েছে তা একেবারেই বলা চলে না। তার গেই নতুন ভাবে সাজতে চলেছে ইডেন গার্ডেন্স। বিশ্বকাপের আগে পুরো নতুন রুপে দেখা যাবে এবার ইডেন গার্ডেন্সকে। সেই কাজ এখন থেকেি শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ ঘিরে অএখন থেরকেই উত্তেজনার পারদ চড়তে সুরু করেছে। শোনাযাচ্ছে এবারের বিশ্বকাপেও ইডেন গার্ডেন্স পেতে চলেছে বেশ কয়েকটি ম্যাচ। ভারত বনাম পাকিস্তান ইডেনে হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্বকাপের সেই মঞ্চেু জন্যই এবার ইডেন গার্ডেন্সকে ঢেলে সাজানো শুরু হয়েছে। গ্যালারী থেকে ক্লাব হাউস, সবজায়গাতেই এবার ইডেন গার্ডেন্সে লাগতে চলেছে নতুনত্বের ছোঁয়া। এবারের আইপিেলের আগেই নতুনবাবে সেজেছিল ইডেন গার্ডেন্স। যদিও এখনও বহু জায়গায় কাজ বাকি রয়েছে। বিশ্বকাপের আগেই সম্পূর্ণভাবে নতুন ভাবে ইডেন গার্ডেন্সকে সাজিয়ে তুলছে সিএবি। ইডেনের গ্যালারীতেও এবার থাকতে চলেছে নতুননত্বের ছোঁয়া। নতুন রুপে ইডেন গার্ডেন্সকে দেখার অপেক্ষাতেই এখন রয়েছে সকলে।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ
এই এবিপি লাইভের তরফ থেকে সিএবের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “এবার স্টেডিয়াম আমূল সংস্কার করা হবে। এই বৃহস্পতিবার থেকেই ক্লাব হাউজের সংস্কার কাজ শুরু হয়ে গিয়েছে। আইপিএল শুরু হওয়ার আগে কর্পোরেট বক্স সংস্কারের কাজ করা হয়েছিল। ক্লাব হাউেডের সম্পূর্ম খোলনলচে বদলে ফেলা হবে এবার। ওডিাই বিশ্বকাপের সময় সমস্ত দর্শকরা এবারক এক নতুন ইডেন গার্ডেন্স দেখতে পাবেন”।
প্রায় ১২ বছর পর ফের ভারতের ঘরের মাটিতে হতে চলেছে একদিনের বিশ্বকাপের সর। ২০১১ সালে শেষবার ভারতের মাটিতে হয়েছিল একদিনের বিশ্বকাপ। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার অবশ্য শেষপর্যন্ত ভারত সেই ধারা ধরে রাখতে পারবে কিনা তা সময়ই বলবে। অন্যদিকে বৃহস্পতিবার থেকেই এবার ইডেনের সংস্কার করার কাজ শুরু হতে চলেছে। বিশ্বকাপের মঞ্চে ইডেন গার্ডেন্সকে নতুন ভাবে দেখার অপেক্ষাতে এখন সকলেই রয়েছে।
ইতিমধ্যেই গোটা ইডেন গার্ডেন্সে বাকেট চেয়ার হয়ে গিয়েছে। যদিও লোয়ার টিয়ারে এবারের আইপিএল সুরুন হওয়ার গেই হাতল সমেত চেয়ার বসেছে। শোনাযাচ্ছে শীঘ্রই আপার টিয়ারেও হয়ে যাবে তা। এছাড়া বেশ কিছু জায়গায় ইডেন গার্ডেন্সের গ্যালারীতেও চলবে নানান সংস্কারের কাজ। সেই অপেক্ষাতেই তাকিয়ে রয়েছে সকলে।
The post বিশ্বকাপের আগে নতুনভাবে সাজছে ইডেন গার্ডেন্স appeared first on CricTracker Bengali.