
Virat Kohli. (Photo Source: Robert Cianflone/Getty Images)
ঘরের মাঠে ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলিদের। ম্যাচ শেষে সেই হারের যন্ত্রমার ছপ বিরাট কোহলির চোখেমুখে ছিল স্পষ্ট। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হলেও বিশ্বকাপ ট্রফি হাতে তোলার স্বপ্নটা অধরাই রয়ে গিয়েছে এই তারকা ক্রিকেটারের। তবে বিরাট কোহলির যাত্রা যে এখানেই সেষ নয় তা বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের। তাঁর যে ফর্মের মধ্যে দিয়ে বিরাট কোহলি যাচ্ছেন, আগামী ২০২৭ বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে দেখা যাবে তাঁকে।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে তো বটেই, সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ একের পর এক রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনই প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর চওড়া ব্যাটের দাপটও দেখিয়েছেন বিরাট কোহলি। ফাইনালেও চেষ্টা করেছিলেন। কিন্তু একটা খারাপ আউটই সব শেষ করে দিয়েছে বিরাট কোহলির। বিশ্বকা্পের মঞ্চে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। আফসোস শুধু একটা বিশ্বকাপের ট্রফিটা তুলতে পারেননি।
এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি
এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই বিরাট কোহলির অবদান ছিল অনস্বীকার্য। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরীর সৌজন্যেই বড় রানে পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। সেদিনই আইসিসির নক আউটে প্রথমবার সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। আইসিসির নক আউট পর্বে ১৪টি ম্যাচ খেলে ফেললেও কখনও সেঞ্চুরী করতে পারেননি বিরাট কোহলি। ৯৪ রানই চিল তাঁর সর্বোচ্চ। সেই সমস্ত রেকর্ড কী বিরাট কোহলি পারবেন এই ম্যাচে ভাঙতে। এই প্রশ্নই সকলের মুখে ঘোরাফেরা করছিল। ওয়াংখেড়ের বাইশগজ থেকই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কিং কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৫০তম সেঞ্চুরী হাঁকিয়েই ভেঙে দিয়েছিলেন আইডল সচিন তেন্ডুলকরের রেকর্ড।
সঞ্জয় বাঙ্গার বিরাট কোহলি প্রসঙ্গে জানিয়েছেন, “যে পরিমানে রানের খিদে বিরাট কোহলির মধ্যে রয়েছে। ঈশ্বর সত্যিই তাঁকে আশীর্বাদ করছেন। তাঁর মধ্যে এখনও বিশেষ কিছু জিনিস বেঁচে রয়েছে। এমন কী সচিন তেন্ডুলকরকেও তাঁর প্রথম বিশ্বকাপ জেতার জন্য ছটি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল”।
ভারতের বিশ্বকাপ হারের পর থেকেই বিরাট কোহলির ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে এই তারকা যে এখনই খেলা ছাড়ার পথে হাঁটবেন না তা নিয়ে নিশ্চিত প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। এবারের বিশ্বকাপেও সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি।
The post বিরাট কোহলিকে আগামী বিশ্বকাপেও দেখা যাবে, মনে করছেন সঞ্জয় বাঙ্গার appeared first on CricTracker Bengali.