Skip to main content

সর্বশেষ সংবাদ

প্রথম ক্রিকেটার হিসাহে পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড রোহিত শর্মার

প্রথম ক্রিকেটার হিসাহে পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড রোহিত শর্মার

Rohit Sharma. ( Image Source: X(Twitter) )

সেঞ্চুরীর অপেক্ষা থাকলেও শেষপর্যন্ত তা করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬১ রানেই থামতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। সেঞ্চুরী করতে না পারলেও  বিশ্বকাপের মঞ্চে ফের একটা রেকর্ড গড়লেন ভারতী. দলের এই তারকা ক্রিকেটার।  বিশ্ব ক্রিকেচটের প্রথম ক্রিকেচার হিসেবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুবার ৫০০ রানের গন্ডী টপকালেন রোহিত শর্মা। ২০১৯ সালের পর ২০২৩ সালেও ৫০০ রানে গন্ডী টপকেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচেই সেটা করে দেখালেন এই তাকা ক্রিকেটার।

২০১৯ সালে ভারতী. দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। সেবার বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্টুরী করছিলেন রোহিত শর্মা। ভারতী. দলের হ.য়ে সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা এই ম্যাচেও ধরে রেখেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম ম্যাচে নেমেছিলেন দ্য হিটম্যান। সেখানেও ৫০০ রানের গন্ডী টপকালেন এই তারকা ক্রিকেটার। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ৫০০ রান সম্পূর্ণ করলেন তিনি।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে সুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। তাঁর হাত থেকেও ছিল একের পর এক বড় শটের ঝলক। সেই থেকেই রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। যদিও শেষপর্যন্ত হয় নি। কিন্তু রোহিত শর্মার কেকর্ড গড়া থেকে ব্যর্থ হননি। গত ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৩ রান। এবারের বিশ্বকাপেও ৫০০ রানের গন্ডী টপকালেন তিনি।

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৩ রান করলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্স দেখে সকলই আপ্লুত। এবারের বিশ্বকাপের শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে রয়েছে বড় রানের ঝলক। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেখানেই রোহিত শর্মা গড়লেন এক বিশেষ রেকর্ড। গত বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৯ রান।  এবার রোহিত শর্মা ৫০৩ রান করেছেন।

ইতিমধ্যেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানেও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যাবে বলেই মনে করছেন সকলে। যদিও ভারতীয় হিসাবে এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। রোহিত শর্মার এদিন ৬১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে।

The post প্রথম ক্রিকেটার হিসাহে পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

“বিশ্ব এখন শ্রেয়স আইয়ারের শক্তি নিয়ে কথা বলতে শুরু করেছে, দুর্বলতা নয়” – মহম্মদ কাইফ

Shreyas Iyer. ( Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images )এই মুহূর্তে খুব ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি ১১টি ম্যাচ খেলেছিলেন এবং ৫৩০ রান...

“এই বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে নয়” – শেষ ওভারে অর্শদীপ সিংয়ের দুর্ধর্ষ বোলিংয়ের পর শাহীন আফ্রিদিকে নিয়ে মজা করল পাঞ্জাব কিংস

Matthew Wade. (Photo Source: Twitter)সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এই সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ভারত ম্যাচটিতে...

রবি বিষ্ণোইয়ের বোলিং পারফরম্যান্সে মুগ্ধ মুথাইয়া মুরলীথরণ

Ravi Bishnoi. (Photo Source: Twitter/BCCI)রবিবার শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। সেখানেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ ব্রিগেডকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৪-১-এ সেই সিরিজ...

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন রোহিত শর্মা

Rohit Sharma. ( Photo Source: Instagram/Instantbollywood )আগামী ১০ ডিসেম্বর  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাত্রা নতুন মরসুমের যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই লক্ষ্যে রওনা দেওয়ার উদ্দেশ্যে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন...