
Rohit Sharma. ( Image Source: X(Twitter) )
সেঞ্চুরীর অপেক্ষা থাকলেও শেষপর্যন্ত তা করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬১ রানেই থামতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। সেঞ্চুরী করতে না পারলেও বিশ্বকাপের মঞ্চে ফের একটা রেকর্ড গড়লেন ভারতী. দলের এই তারকা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেচটের প্রথম ক্রিকেচার হিসেবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুবার ৫০০ রানের গন্ডী টপকালেন রোহিত শর্মা। ২০১৯ সালের পর ২০২৩ সালেও ৫০০ রানে গন্ডী টপকেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচেই সেটা করে দেখালেন এই তাকা ক্রিকেটার।
২০১৯ সালে ভারতী. দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। সেবার বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্টুরী করছিলেন রোহিত শর্মা। ভারতী. দলের হ.য়ে সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা এই ম্যাচেও ধরে রেখেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম ম্যাচে নেমেছিলেন দ্য হিটম্যান। সেখানেও ৫০০ রানের গন্ডী টপকালেন এই তারকা ক্রিকেটার। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ৫০০ রান সম্পূর্ণ করলেন তিনি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে সুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। তাঁর হাত থেকেও ছিল একের পর এক বড় শটের ঝলক। সেই থেকেই রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। যদিও শেষপর্যন্ত হয় নি। কিন্তু রোহিত শর্মার কেকর্ড গড়া থেকে ব্যর্থ হননি। গত ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৩ রান। এবারের বিশ্বকাপেও ৫০০ রানের গন্ডী টপকালেন তিনি।
Rohit Sharma becomes the first player in the history to score 500+ runs in back to back World Cups.
– The man for World Cups. 🐐 pic.twitter.com/1uHpEKBD1b
— Johns. (@CricCrazyJohns) November 12, 2023
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৩ রান করলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্স দেখে সকলই আপ্লুত। এবারের বিশ্বকাপের শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে রয়েছে বড় রানের ঝলক। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেখানেই রোহিত শর্মা গড়লেন এক বিশেষ রেকর্ড। গত বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৯ রান। এবার রোহিত শর্মা ৫০৩ রান করেছেন।
ইতিমধ্যেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানেও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যাবে বলেই মনে করছেন সকলে। যদিও ভারতীয় হিসাবে এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। রোহিত শর্মার এদিন ৬১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে।
The post প্রথম ক্রিকেটার হিসাহে পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.