Skip to main content

সর্বশেষ সংবাদ

ডাচদের বিরুদ্ধে নামার আগে দীপাবলির উত্সবে মাতলেন বিরাট, রোহিত সহ গোটা দল

ডাচদের বিরুদ্ধে নামার আগে দীপাবলির উত্সবে মাতলেন বিরাট রোহিত সহ গোটা দল

Virat Kohli & Rohit Sharma. ( Image Source: BCCI )

রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই লিগ পর্ব অপরাজিত থেকেই শেষ করবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগেই দীপাবলির উত্সবে মাতলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। দীপাবলির উত্সব ঘিরে গোটা ভারত আলায় ভরে উঠেছে। সেই আলোর উত্সবেই এবার গা ভাসালেন ভারতীয় ক্রিকেটাররা। যেদিন দীপাবলির উত্সব, সেই মুহূর্তে  নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাইশগজের লড়াইয়ে নামবে ভারতীয় দল। কিন্তু উতসবের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করতে নারাজ তারা। তার আগেই  রোহিত শর্মা সহ গোটা ভারতীয় দল পরিবারের সঙ্গে মাতলেন আলোর উত্সবে।

এই মুহূর্তচে বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সেখানেই একের পর এক সেরা পারফরম্যান্স দেখিয়ে সকলকে আপ্লুত করেছে টিম ইন়্ডিয়ার ক্রিকেটাররা। শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা রয়েছেন অ,াধারণ ফর্মে। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও যে সেই পারফরম্যান্সই তারা ধরে রাখতে চাইূবেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

রবিবার দীপাবলির উত্সবে মেতেছে গোটা ভারত

বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। তার মাঝেই দীপাবলির উত্সবে। সেই টিম হোটেলেই পরিবারের সঙ্গে দীপাবলির আনন্দে মাতোয়ারা হলেন তারা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা সহ প্রত্যেক ক্রিকেটারই বিসিসিআইয়ের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই ছবি দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। বিশ্বকাপের মঞ্চে থাকলেও, আলোর উত্সব থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না ভারতীয় দলের ক্রিকেটাররা।

We are #TeamIndia 🇮🇳 and we wish you and your loved ones a very Happy Diwali 🪔 pic.twitter.com/5oreVRDLAX

— BCCI (@BCCI) November 12, 2023

নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবশ্য এদিন ধারেভারে অনেকটা এগিয়ে থেকেই নামছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে রবিবারের ম্যাচে নাকি দলে কয়েকটা পরিবর্তনও আসতে পারে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে বোলিংয়ের ক্ষেত্রে এক থেকে দুটো জায়গায় পরিবর্তন হতে পারে। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের নাকি বিশ্রাম দেওয়া হতে পারে। দীপাবলির উত্সবে ভারতীয় দল যে তাদের অগুন্তী ভক্তকে জয় উপহার দিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।

একইসঙ্গে এখন থেকেই সেমিফাইনালের ভাবনাও শুরু হয়ে গিয়েছে। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।  এই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ যে তারই একটা প্স্তুতি পর্ব তাও বলার অপেক্ষা রাখে না।

The post ডাচদের বিরুদ্ধে নামার আগে দীপাবলির উত্সবে মাতলেন বিরাট, রোহিত সহ গোটা দল appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

বিবিএল ২০২৩-২০২৪, ম্যাচ ৫, সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

Sydney Sixers vs Hobart Hurricanes. (Photo Source: Getty Images)১১ই ডিসেম্বর, সোমবার, নর্থ তাসমানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর পঞ্চম ম্যাচে সিডনি সিক্সার্স (এসআইএক্স) এবং হোবার্ট হারিকেনস (এইচইউআর)...

২০২৩ সালে ক্রিকেট জগতে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনাগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

Bishan Singh Bedi and Rohit Sharma. (Photo Source: Matt Roberts-ICC, Bob Thomas Sports Photography)২০২৩ সালে ক্রিকেটে আমরা বেশকিছু হৃদয়বিদারক ঘটনা দেখেছি। এই বছর দুবার ভারতীয় দলকে রানার্স-আপ হয়ে থাকতে হয়েছে।...

“বোলিং করার জন্য প্রচুর লোক রয়েছে” – দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে চিন্তিত নন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav. (Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)১০ই ডিসেম্বর, রবিবার, ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছে ভারত। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর আগে এই...

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের হারের পর নিজের বক্তব্য জানালেন দীপ্তি শর্মা

India vs England. (Photo Source: Pankaj Nangia – ECB/ECB via Getty Images)৯ই ডিসেম্বর, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। এই ম্যাচের পর ভারতের...