
Yuvendra Chahal. (Image Source: BCCI)
আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। গত সোমবার রাতেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের সঙ্গে এবার সেই সিরিজ থেকেও বাদ পড়েছেন ভাকতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। ফের একবার দলে সুযোগ না পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন যুজবেন্দ্র চাহাল। সেই পোস্ট ঘিরেই এখন ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। শুধুমাত্র একটি স্মাইলির ছবি দিয়েই টুইটারে পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল।
এবারই অবশ্য প্রথমবার নয়। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে দলে সুযোগ না পাওয়ার পরও এমনভাবেই যুজবেন্দ্র চাহালকে সোশ্যাল মিডিয়া. পোস্ট করতে দেখা গিয়েছিল। মুখে কিছু না বললেও, ভারতীয় দলে সুযোগ না পাওয়ার ঘটনায় যুদবেন্দ্র চাহাল যে বেশ হতাশই হয়েছেন তারই বহিঃপ্রকাশ কার্যত তাঁর এই পোস্টের মাধ্যমে করেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর এমন পোস্ট ঘিরে নতুন করে ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা।
শেষবার অগস্ট মাসে দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল
দেশের জার্সিতে শেষবার অগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর থেকে আর কোনও জায়গাতেই ভারতীয় দলে দেখা যায়নতাঁকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্বকাপের আসর। সেখানেও ভারতীয় দসলে যুজবেন্জ্র চাহালকে রাখা হয়নি। নির্বাচকরা রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কুলদীপ যাদবের ওপরই ভরসা রেখেছিলেন সেখানে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫ সদস্যের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছে। সেই দলেও সুযোগ হল না যুজবেন্দ্র চাহালের। তাঁর পরিবর্তে অক্ষর পটেল ও রবি বিষ্ণোইকেই খেলনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
😊
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 20, 2023
দলে ফেরার জন্য অবশ্য মরিয়া হয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। গত সেপ্টেম্বরেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে নেমেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার হয়ে খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানেই তিনি ৭টি ম্যাচ খেলে ১১টি উইকেট তুলে নিয়েছিলেন। তবুও ভারতীয় দলে নিজের জায়গা করে নিতে ব্যর্থই হয়েছেন এই তারকা স্পিনার।
আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন অক্ষর পটেল। সেইসঙ্গে এই সিরিজে ভারতীয় দলের সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই নামবে ভারতীয়দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post টি টোয়েন্টি সিরিজে সুযোগ না পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পেস্ট যুজবেন্দ্র চাহালের appeared first on CricTracker Bengali.