
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)
বিশ্বকাপের মঞ্চ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই ছিটকে গিয়েছে। কিন্তু তাদের তৈরি করা বিকতর্ক নিয়ে এখনও পর্যন্ত জোর জল্পনা চলছে ক্রিকেট মহলে। অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাকিব অল হাসানের টাইমড আউট করার সেই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত নানান বিতর্ক চলছে। সেই প্রসঙ্গেই এূার মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সরাসরি না বললেও তিনি যে কাকিব অস হাসানের খুনব একটা বিরোধিতা করলেন তেমনটাও নয়। তাঁর মুখেও ক্রিকেটের এই নিয়মের কথাই শোনা গেল। সাকিব অল হাসানকে যে রাহুল দ্রাবিড় একেবারেই দোশ দিতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের ২৫ নম্বর ওভারে ঘটে এই ঘটনা। সেদিন সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরই মাঠে আসেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্রিজে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ই তাঁর হেচনমেটে কিছু সমস্যা হয় এবং হেটলমেট বদলের প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় আম্পায়ার কিংবা প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে কোনওরকতম আলোচনা না করেই হেলমেট বদলের চেষ্টা করেন তিনি। আর তাতেই অ্যাঞ্জেলো ম্যাথুজের স্চ্রাইকের সময় পেড়িয়ে যায়। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেননি প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক সাকিব অল হাসান।
অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছিলেন সাকিব অল হাসান
সেই সময়ই আম্পায়ারের কাছে আউটের আপিল করেন তিনি। ক্রিকেটের রুলবুকে এই নিয়ম রয়েছে। আর তাতেই শেষপর্যন্ত টাইমড আউটের সিদ্ধান্তে এক বলও না খেলে মাঠ ছাড়তে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজকে। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছিল। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটতে দেখেছিল সকলে। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। দিল্লির বাইশগজ এই ঘটনার স্বাক্ষী হয়ে রয়েছিল সেদিন।
এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, আমরা কখনোই কাওকে দোষারোপ করতে পারি না যিনি ক্রিকেটের নিয়মকে অনুসরণ করছেন। যেখানে সকলেই স্পিরিট অব দ্য ক্রিকেট নিয়ে সমালোচনায় সরব হয়েছেন। সেই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়ের এমন মন্তব্য যে অন্য ইঙ্গিতই দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটের রুলবুক অনুযায়ী কোনও ক্রিকেটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে যদি নতুন ব্যাটার স্ট্রাইক না নিতে পারেন তবে তাঁকে আউট ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এমন ঘটনা হতে কখনোই দেখা যায়নি। কোনও দলের অধিনায়কই এমন আপিল করেননি। কিন্তু চলতি বিশ্বকাপের মঞ্চেও সেই ঘটনাও এবার ঘটতে দেখা গেল। সাকিব অল হাসানের আপিলে অ্যাঞ্জেলো ম্যাথুজ শিকার টাইমড আউটের।
The post টাইমড আউট বিতর্কে সাকিব অল হাসানের সমালোচনা করতে নারাজ রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.