Skip to main content

সর্বশেষ সংবাদ

চোখে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হল ঈশান কিষানকে

Ishan Kishan injury. (Image Source: Jio Cinema)

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ও গুজরাত টাইটান্স (জিটি) আইপিএল ২০২৩-এর কোয়ালিফায়ার ২-এ প্রতিদ্বন্দ্বিতা করছে। টাইটান্সের ইনিংস চলাকালীন উইকেটকিপার ঈশান কিষান চোখে আঘাত পান। চোখে হাত রেখে ফিজিওর সঙ্গে ঈশানকে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল।

ঈশান চোটটি পেয়েছিলেন যখন একটি ওভারের শেষে ক্রিস জর্ডান উইকেটকিপারের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দুজনের কেউই একে অপরের দিকে তাকাননি। তখনই ইংল্যান্ডের পেসারের কনুই কিপারের চোখে লেগেছিল। এর ফলে ঈশান ব্যাথায় কাতর হয়ে বাম চোখে হাত দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান।

ইনিংসের বাকি অংশে স্টাম্পের পিছনে ঈশানের জায়গায় এসেছিলেন বিষ্ণু বিনোদ। বিষ্ণু উইকেটকিপিং করে দিলেও, ব্যাটিংয়ের সময়ে ঈশানের অবদান গুরুত্বপূর্ণ হবে মুম্বাইয়ের জন্য। সাধারণত ওপেনার হিসেবে খেললেও, মুম্বাইয়ের ইনিংসের শুরুতে এই বিস্ফোরক ব্যাটার ব্যাটিং করতে নামেননি। পরিবর্তে নেহাল ওয়াধেরা অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে নেমেছিলেন।

আইপিএল ২০২৩-এ শুবমান গিলের তৃতীয় সেঞ্চুরি

শুবমান গিলের বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ইনিংসে বিশাল স্কোর নিয়ে শেষ করেছে। জিটি ওপেনার ৬০ বলে ১২৯ রান করেছিলেন এবং তাঁর ইনিংসে দশটি ছক্কা এবং সাতটি চার ছিল। ২১৫ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন গিল এবং জিটি ২০ ওভারের শেষে ২৩৩/৩ স্কোর খাড়া করেছিল। আইপিএলের এক মরসুমে ন্যূনতম তিন সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হয়েছেন গিল। বিরাট কোহলি (২০১৬) ও জস বাটলার (২০২২) অন্য দুই ক্রিকেটার যাঁরা আইপিএলের এক মরসুমে চারটি সেঞ্চুরি করেছেন।

এর পাশাপাশি, গিল আইপিএল প্লে-অফের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও নিজের নামে করেছেন। আগের রেকর্ডটি ছিল বীরেন্দর সেহওয়াগের কাছে। আইপিএল ২০১৪-এর কোয়ালিফায়ার ২-এ ৫৮ বলে ১২২ রান করেছিলেন সেহওয়াগ। চলমান প্রতিযোগিতায় ফাফ ডু প্লেসিকে টপকে জিটি ওপেনার অরেঞ্জ ক্যাপও দখল করেছেন। চলমান সংস্করণে গিলের সংগ্রহে এখন ৮৫১ রান।

মুম্বাইয়ের সামনে ২৩৪ রানের লক্ষ্য খাড়া করার পরে গুজরাত চায়বে পরপর দুই মরসুমের ফাইনালে জায়গা করে নিতে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ফাইনালে উঠলে তাদের প্রতিদ্বন্দ্বী দল হবে চেন্নাই সুপার কিংস।

The post চোখে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হল ঈশান কিষানকে appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাই সুধারসানের সুদৃশ্য ইনিংসের সৌজন্যে আইপিএল ফাইনালের সর্বোচ্চ স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স আইপিএল ২০২৩ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের উপরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল। ওপেনিং জুটিতে ৬৭ রান ওঠার পরে শুবমান...

বিরাট কোহলির একটি আইপিএল মরসুমে সবথেকে বেশিবার ৩০+ রান করার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৯শে মে, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হয়েছে হার্দিক...

ট্রলকে উপেক্ষা করার উপায় জানালেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার শুভমন গিল

Shubman Gill. ( Image Source: IPL/BCCI )বিশ্বজুড়ে অনেক মানুষকেই ট্রলের শিকার হতে হয়, বিশেষ করে যারা নিজ নিজ কাজে সফলতা অর্জন করে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের অনেক ক্রিকেটারই ট্রলের শিকার...

শুভমন গিলকে ছেড়ে দেওয়া কেকেআরের সবথেকে বড় ভুল ছিল, এমনটাই মনে করছেন স্কট স্টাইরিস

Shubman Gill. ( Image Source IPL )ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ অসাধারণ ফর্মের প্রদর্শন করেছেন গুজরাট টাইটান্সের (জিটি) প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। তিনি এই মরসুমে এখনও অবধি ১৬টি ইনিংস...