Skip to main content

সর্বশেষ সংবাদ

চেন্নাই সুপার কিংস ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সকে চাইবে না, মনে করছেন ক্রিস গেইল

Chris Gayle. (Photo by Gareth Copley/Getty Images)

প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে এারের াইপিএলে প্রতম দল হিসাবে ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এবার জিততে পারলেি আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ আইপিএল খেতাব জয়ের রেকর্ড স্পর্ষ করবে চেন্নাই সুপার কিংস। সেখানেই চেন্নাই সুপার কিংস নিয়ে এক বিরাট বার্তা দিয়েছেন প্রাক্তন বিদ্বংসী ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর মতে এবার মুম্বই ইন্ডিয়ান্স যেমন ফর্মে রয়েছে, তা দেখার পর চেন্নাই সুপার কিংস কখনোই তাদেরকে ফাইনালের প্রতিদ্বন্দ্বী হিসাবে চাইবে না।

এবারের আইপিএলে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু  আইপিএলের মাঝপথ থেকেই বদলে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স গ্রাফটা। একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের শেষের দিকেও থেকেও, সেই জায়গা তেকেি প্লেঅফে পৌঁছে গিয়ে সকলকে চমকে দিয়েছিল মুম্বই ইন্ডি্য়ান্স।  আইপিএলের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে  দ্বিতীয় কোয়ালিফায়ারেও পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএলে সর্বোচ্চবার ২০০ রানম তাড়া করেছে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স

এবারের আইপিএলে জয় পাও.ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কোনও ম্য়াচে দুর্ধর্ষ ব্য়াটিং তো কখনও অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়ে একের পর এক ম্যচে তাকরা সাফল্য তুলে নিয়েছে।  শেষ ম্যাচেও সেই ছবিই দেখা গিয়েছিল। এই মুহূর্তে আইপিেলের মঞ্চে জয়ের মোমেন্টাম রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। সেই জন্যই ক্রিস গেিল মনে করেন এমন কোনও দলকে চেন্নাই সুপার কিংস একেবারেই ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ হিসাবে চাইবে না।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচটা গুজরাত টাইটান্সের ঘরের মাঠে নামতে খেলতে চলেছে। সেজন্য এটা গুজরাত টাইটান্সের কাছে একটা বড়সড় সুযোগ হতে চলেছে। েই কথাটা আমাদের সকলকেই মনে রাখতে হবে। কিন্তু এইন মুহূর্তে মোমেন্টাম কিন্তু মুম্বই ইন্ডি্য়ান্সের সঙ্গে রয়েছে। মুম্বই ইন্ড্য়ান্স কী তবে এবারও ফাইনালের পথে হাঁটতে চলেছে। যদি সেটা একেবারেই হয়, চেন্নাই সুপার কিংস কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে ফাইনালের মঞ্চে একেবারেই দেখতে চাইবে না”।

এবারের াইপিএলে সবচেয়ে বেশীবার ২০০ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে বড় রান করতে না পারলেও, শেষপর্যন্ত সেখানে আকাশ মধওয়ালের দুর্ধর্ষ পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে দিয়েছিল।

The post চেন্নাই সুপার কিংস ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সকে চাইবে না, মনে করছেন ক্রিস গেইল appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

নিজের পরিবারের সামনে খেলা নিয়ে মুখ খুললেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৮শে মে, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে রবিবার ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই ২৯...

সুধারসানের ইনিংস দেখে মন্ত্রমুগ্ধ সচিন তেন্ডুলকার

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)২৯শে মে, সোমবার, আইপিএল ২০২৩-এর ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হয়েছিল। টস জিতে...

সাই সুধারসানের সুদৃশ্য ইনিংসের সৌজন্যে আইপিএল ফাইনালের সর্বোচ্চ স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স আইপিএল ২০২৩ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের উপরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল। ওপেনিং জুটিতে ৬৭ রান ওঠার পরে শুবমান...

বিরাট কোহলির একটি আইপিএল মরসুমে সবথেকে বেশিবার ৩০+ রান করার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৯শে মে, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হয়েছে হার্দিক...