
Shubman Gill. (Photo by Alex Davidson/Getty Images)
২০২৩ মরসুমটা দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। এশিয়া কাপের পরই বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চই এখন শুভমন গিলের পাখির চোখ। দেশের জার্সিতে এই মুহূর্তে ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তরুণ ক্রিকটার। ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চেও নিজের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে রয়েছেন শুভমন গিল। সেই প্রস্তুতি যে এশিয়া কাপের মঞ্চ থেকেই চলছে তা বলার অপেক্ষা রাখে না। কেরিয়ারের প্রথম বিশ্বকাপই জিততে মরিয়া হয়ে রয়েছেন এই তরুণ ক্রিকেটার।
এবারের এশিয়া কাপেওদুরন্ত ফর্মে রয়েছেন সুভমন গিল।প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড়রান করতেপারেননি এই তকুণ ক্রিেকেটার। তাঁকে নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়েছিল। নেপালের বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছিল ভারত। সেখানেই শুভমন গিল যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই ভারতীয়দলের হয়ে সুপার ফোরের ম়্চে পাকিস্তানের বিরুদ্ধেও সুভমন গিলের ব্যাট থেকে ছিল রানের ঝলক।
চলতি মরসুমে দেশের জার্সিতে ১৪ ম্যাচে ৮২৭ রান করেছেন শুভমন গিল
রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে ১২১ রানের বিরাট পার্টনারশিপ তৈরি করেছিলেন শুভমন গিল। কার্যত তাদের হাত ধরেই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দল বড় রানের রাস্তায় এগিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখাৈনেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। একইসঙ্গে এই মুহূর্তে বিশ্বকাপ যে শুভমন গিলের পাখি্র চোখ তাও বলতে দ্বিধা নেই শুভমন গিলের। দেশের মাটিতে বিশ্বকাপ জেতাই এখন পাখির চোখ শুভমন গিলের। সেভাবেই এখন নিজেরে প্রস্তুত করে চলেছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।
শুভমন গিল জানিয়েছেন, “এই মুহূর্তে একজন ক্রিকেটার হিসাবেআমাপ প্রধান লক্ষ্য হল ঘরের মাঠে ২০২৩সালের বিশ্বকাপ জেতা। ভারত যখন ২০১১সালের বিশ্বকাপ ঘরের মাঠে জিতেছিল সেই সময় আমি তরুণ ছি্লাম। সেই স্মৃতিটা মনে রয়েছে আমার। এই মুহূর্ত মানসিকতা একটাই রয়েছে যে যতটা শীঘ্র সম্ভব উইকেট বুঝে নেওয়া এবং পজিশনের দখল নেওয়া”।
এই মরসুমটা শুভমন গিল দেশের জার্সিতে দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই বছরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ২০০ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এই মরসুমে দেশের হয়ে ১৪টি ওডিআই ম্যাচ খেলে ৮২৭ রান রয়েছে শুভমন গিলের। সেখানেই তাঁর সর্বোচ্চ স্কোর রয়েছে ২০৮। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ খেলেছিলেন তিনি। বিশ্বকাপেও যে শুভমন গিল সেই ফর্ম ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
The post ঘরের মাঠে ভারতের হয়ে বিশ্বকাপ জেতাই এখন পাখির চোখ শুভমন গিলের appeared first on CricTracker Bengali.