Skip to main content

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

Pakistan Test Team. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজটি ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং ২০২৪ সালের ৭ই জানুয়ারি শেষ হবে। কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে নিযুক্ত হয়েছেন ওয়াহাব রিয়াজ। এই পদের দায়িত্বে আসার পর প্রথমবার দল বাছাই করলেন তিনি।

শান মাসুদের নেতৃত্বে এই সিরিজে খেলবে পাকিস্তান দল। প্রথমবারের জন্য পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এই দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি ওপেনিং ব্যাটার সাইম আয়ুব। কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করার মাধ্যমে প্রথমবারের জন্য পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই ক্রিকেটার করাচি হোয়াইটসের হয়ে ৪ ম্যাচে ৫৫৩ রান করেছিলেন। তিনি একটি দ্বিশতরান সহ এই রান করেছিলেন।

ডান-হাতি ফাস্ট বোলার খুররাম শাহজাদ কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের স্থান অর্জন করেছেন। তিনি ৮টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নিয়েছেন। তিনিও আসন্ন সিরিজটির জন্য দলে ডাক পেয়েছেন।

ফাহিম আশরাফ দলে ফিরে এসেছেন। তিনি ২০২২ সালের শেষের দিকে ইংল্যান্ডের পাকিস্তান সফরের সময় শেষ টেস্ট খেলেছিলেন। মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং মির হামজাও দলে ফিরে এসেছেন। এই দুজন বোলারও কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন।

🚨 SQUAD ANNOUNCED 🚨

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অসফল হওয়ার পর অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বাবর আজম

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি পাকিস্তান। তারা এই টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। বাবর আজমের নেতৃত্বাধীন দল রাউন্ড রবিন পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপরেই ওডিআই ক্রিকেটের পাশাপাশি টেস্ট এবং টি-২০ ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও পদত্যাগ করেছিলেন বাবর আজম। পিসিবি টেস্ট অধিনায়কের পদ শান মাসুদকে দিয়েছে। অন্যদিকে, টি-২০ অধিনায়কের পদ শাহীন শাহ আফ্রিদিকে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মির হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)গতবারের ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবারের ডব্লুপিওলেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই নেমেছিল তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। এবারেও...

ওমেন্স প্রিমিয়ার লিগে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দামে দল পেলেন কাশভি গৌতম

Kashvee Gautam. ( Photo Source: Twitter )ওমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে এসেই ইতিহাস তৈরি করলেন কাশভি গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন কাশভি গৌতম।  এদিন...

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

India Team Practice. ( Photo Source: BCCI/Twitter )রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত।  সিরিজ জয়ের পাশাপাশি এই সিরিজ দিয়েই যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু জসপ্রীত বুমরার

Jasprit Bumrah Practice. ( Image Source: Jasprit Bumrah )ওডিআই বিশ্বকাপের পর বেশ কয়েকদিন বিস্রাম নেওয়া হয়ে গিয়েছে। এবার মিশন দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্রাম কাটিয়ে সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন ভারতীয় দলের...