
Pakistan Test Team. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজটি ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং ২০২৪ সালের ৭ই জানুয়ারি শেষ হবে। কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে নিযুক্ত হয়েছেন ওয়াহাব রিয়াজ। এই পদের দায়িত্বে আসার পর প্রথমবার দল বাছাই করলেন তিনি।
শান মাসুদের নেতৃত্বে এই সিরিজে খেলবে পাকিস্তান দল। প্রথমবারের জন্য পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এই দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি ওপেনিং ব্যাটার সাইম আয়ুব। কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করার মাধ্যমে প্রথমবারের জন্য পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই ক্রিকেটার করাচি হোয়াইটসের হয়ে ৪ ম্যাচে ৫৫৩ রান করেছিলেন। তিনি একটি দ্বিশতরান সহ এই রান করেছিলেন।
ডান-হাতি ফাস্ট বোলার খুররাম শাহজাদ কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের স্থান অর্জন করেছেন। তিনি ৮টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নিয়েছেন। তিনিও আসন্ন সিরিজটির জন্য দলে ডাক পেয়েছেন।
ফাহিম আশরাফ দলে ফিরে এসেছেন। তিনি ২০২২ সালের শেষের দিকে ইংল্যান্ডের পাকিস্তান সফরের সময় শেষ টেস্ট খেলেছিলেন। মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং মির হামজাও দলে ফিরে এসেছেন। এই দুজন বোলারও কায়েদ-ই-আজম ট্রফি ২০২৩-২৪-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন।
🚨 SQUAD ANNOUNCED 🚨
🚨 SQUAD ANNOUNCED 🚨
Our 18-member squad for the three-match Test series against Australia 🇵🇰
Read more ➡️ https://t.co/eHP9NXPkOu#AUSvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/ioKnv0cBxJ
— Pakistan Cricket (@TheRealPCB) November 20, 2023
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অসফল হওয়ার পর অধিনায়কের পদ থেকে সরে গিয়েছিলেন বাবর আজম
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি পাকিস্তান। তারা এই টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। বাবর আজমের নেতৃত্বাধীন দল রাউন্ড রবিন পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপরেই ওডিআই ক্রিকেটের পাশাপাশি টেস্ট এবং টি-২০ ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও পদত্যাগ করেছিলেন বাবর আজম। পিসিবি টেস্ট অধিনায়কের পদ শান মাসুদকে দিয়েছে। অন্যদিকে, টি-২০ অধিনায়কের পদ শাহীন শাহ আফ্রিদিকে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মির হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান appeared first on CricTracker Bengali.