Skip to main content

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারত

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারত

Team India (Photo Source: BCCI)

বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩ শেষ হল। আহমেদাবাদ টেস্টে ড্র হওয়ায় ২-১ ব্যবধানে এই সিরিজ জিতে নিল ভারত। গতকাল ৬ ওভারে ০ উইকেটে ৩ রান থেকে পঞ্চম দিনে নিজেদের স্কোর ৭৮.১ ওভারে ২ উইকেটে ১৭৫ রানে নিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপরেই এই ম্যাচ ড্র হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ার পাহাড় সমান ৪৮০ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে পাল্টা জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি এবং শুভমন গিলের শতরানের হাত ধরে ৫৭১ নিজেদের প্রথম ইনিংসে ১৭৮.৫ ওভার খেলে ১০ উইকেটে ৫৭১ রান করে ভারত। ভারতের প্রথম ইনিংস তথা গোটা টেস্টে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৩৬৪ বলে ১৮৬ রান করে তিনি ১২০৫ দিন পর নিজের ২৮তম টেস্ট শতরানটি সম্পূর্ণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৭৫তম শতরান।

পঞ্চম দিনের শুরুতেই ম্যাথু কুহনিম্যান নিজের উইকেট হারান। ৩৫ বলে ৬ রান করে অশ্বিনের বলে এলবিডাব্লিউ হন তিনি। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন মার্নাস ল্যাবুসেন। তার এবং ওপেনার ট্রাভিস হেডের মধ্যে ১৩৯ রানের পার্টনারশিপ হয়। শতরান হারালেও ৯০ রানের একটি খুব সুন্দর ইনিংস খেলেন হেড। তিনি ১৬৩ বলে ৯০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ২টি ছয়। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মার্নাস ল্যাবুসেনও একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ৭টি চার সহ ২১৩ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৫৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

সিরিজ সেরার পুরস্কার দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করার জন্য সিরিজ সেরার পুরস্কার দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে। এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে ৮৬ রান করেছেন এবং বল হাতে ২৫টি উইকেট নিয়েছেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ১৩৫ রান করেছেন এবং বল হাতে ২২টি উইকেট নিয়েছেন।

এই সিরিজ জেতার পাশাপাশি নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে প্ৰথম টেস্টে পরাজিত করায় ডাব্লুউটিসির ফাইনালেও চলে গেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লন্ডনের ওভাল স্টেডিয়ামে ডাব্লুউটিসির ফাইনালে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটির জন্য ৭ই জুন থেকে ১১ই জুন ছাড়াও ১২ই জুন দিনটিকে অতিরিক্ত দিন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর ব্যাপারে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-

Congratulations #TeamIndia for Winning the #BorderGavaskarTrophy2023! Superb show of class and perseverance from the team. Special mention to @imVkohli, @ShubmanGill, @imjadeja & @ashwinravi99. Double celebration as India is through to the #WTC2023 finals. @BCCI #INDvsAUS pic.twitter.com/h7XTbygTST

— Jay Shah (@JayShah) March 13, 2023

#TeamIndia beat #Australia
4 Match #TestSeries 2-1 🏏🇮🇳🇦🇺#BorderGavaskarTrophy2023 #BorderGavaskarTrophy #INDvsAUS #INDvAUS #IndianCricketTeam #Cricket #CricketTwitter #TestCricket pic.twitter.com/j1D8hM5A0v

— Nishant Dravid (@nishantdravid73) March 13, 2023

Runs galore here in Ahmedabad with the final Test resulting in a Draw!

A series to remember for both teams 👍👍#TeamIndia #INDvAUS

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...