Skip to main content

সর্বশেষ সংবাদ

অপ্রতিরোধ্য শুভমন গিল, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করলেন তৃতীয় আইপিএল শতরান

Shubman Gill. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর কোয়ালিফায়ার ২-তে গুজরাট টাইটান্স (জিটি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে একটি দুরন্ত শতরান করলেন জিটির প্রতিভাবান ওপেনিং ব্যাটার শুভমন গিল। আইপিএলে এটি ছিল তার তৃতীয় শতরান এবং এই তিনটি শতরানই এসেছে এই মরসুমে।

এই মরসুমে তিনি প্ৰথম শতরানটি সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে করেছিলেন। সেই ম্যাচটিতে তিনি ৫৮ বলে ১০১ রান করেছিলেন। এরপরের ম্যাচটিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে তিনি আবার সেঞ্চুরি করেন। সেই ম্যাচটিতে তিনি ৫২ বলে ১০৪* রান করেছিলেন। এর ঠিক ১টি ম্যাচ পরেই আবার শতরান করলেন তিনি। শুভমন গিল মাত্র ৬০ বল খেলে ১২৯ রান করেন। তিনি এই ইনিংসে ৭টি চার এবং ১০টি ছয় মারেন। আকাশ মাধওয়ালের বলে বড় শট খেলতে গিয়ে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

তিনি এই অসাধারণ ইনিংসটি খেলার মাধ্যমে আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপের তালিকায় প্ৰথম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তার রান সংখ্যা হল ৮৫১।

প্ৰথমে ব্যাটিং করে রান করল গুজরাট টাইটান্স

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ঋদ্ধিমান সাহা এই ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। তিনি ১৬ বলে ১৮ রান করেন। তার এই ইনিংসে ছিল ৩টি চার। তার উইকেটটি শিকার করেন পীযুষ চাওলা।

এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন। তিনি খুব ভালোভাবে শুভমন গিলের সঙ্গ দেন। তিনি ৩১ বলে অপরাজিত ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। তিনি ৫টি চার এবং ১টি ছয় মারেন। তার এবং শুভমন গিলের মধ্যে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। জিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২টি চার এবং ২টি ছয় সহ ১৩ বলে ২৮ রান করেন। রশিদ খান ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। গুজরাট টাইটান্স স্কোরবোর্ডে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে। আগের ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করার পর এই ম্যাচে ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল। পীযুষ চাওলা ৩ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

The post অপ্রতিরোধ্য শুভমন গিল, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করলেন তৃতীয় আইপিএল শতরান appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

নিজের পরিবারের সামনে খেলা নিয়ে মুখ খুললেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৮শে মে, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে রবিবার ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই ২৯...

সুধারসানের ইনিংস দেখে মন্ত্রমুগ্ধ সচিন তেন্ডুলকার

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)২৯শে মে, সোমবার, আইপিএল ২০২৩-এর ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হয়েছিল। টস জিতে...

সাই সুধারসানের সুদৃশ্য ইনিংসের সৌজন্যে আইপিএল ফাইনালের সর্বোচ্চ স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স আইপিএল ২০২৩ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের উপরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছিল। ওপেনিং জুটিতে ৬৭ রান ওঠার পরে শুবমান...

বিরাট কোহলির একটি আইপিএল মরসুমে সবথেকে বেশিবার ৩০+ রান করার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Shubman Gill. (Photo Source: IPL)২৯শে মে, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালে নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হয়েছে হার্দিক...