BJ Sports – Cricket Prediction, Live Score

ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ক্যাম্পে ফুরফুরে মেসিরা

The Argentinian team is excited in the camp to overcome the failure

এবারের ফিফা ফুটবল  বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হয়েই খেলতে এসেছে  আর্জেন্টিনা। কিন্তু ভাগ্যের লিখন কে বা ঘুচাতে পারে? লিওনেল মেসিরা হয়তো স্বপ্নেও ভাবেননি, নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষেই হেরে বসবে দল। হারের কষ্ট গোটা দলকে ছুঁয়ে গেছে। তবে ভেঙে পড়েননি খেলোয়াড়রা, বরং ক্যাম্প করছেন ফুরফুরে মেজাজে।

আর্জেন্টিনা দল থাকছে কাতার বিশ্ববিদ্যালয়ে। এখানেই তাদের থাকা এবং অনুশীলন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য একটি উৎসবমুখর পরিবেশই পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। যেখানে শিক্ষার্থীরা তাদের অনুশীলনে অভ্যর্থনা জানান। বিশাল জায়গা জুড়ে সবমিলিয়ে মনোরম এক পরিবেশ।

বিশ্বকাপ উপলক্ষ্যে ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। তবে হোস্টেলেই আছেন শিক্ষার্থীরা। যেখানে জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করার পাশাপাশি ফুটবল তারকাদের জাদু কাছ থেকে উপভোগ করছেন তারা। খেলোয়াড়রাও উপভোগ করছেন সমানে। আর্জেন্টিনা-সৌদি ম্যাচেও বিশ্ববিদ্যালয়ে হয়েছে উৎসব।

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। শক্তিমত্তার দিক দিয়ে সৌদির চেয়ে অনেকটা এগিয়ে গিলের্মো ওচোয়ারা। এদিকে শেষ দুটি ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবার সুযোগ নেই মেসিদের। সেই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার ক্যাম্পের দৃশ্য বলছে, বেশ আত্মবিশ্বাসীই তারা।

Exit mobile version