BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে, পেলের পাশে নেইমার

বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে, পেলের পাশে নেইমার

হেক্সা জয়ের মিশন নিয়ে কাতার বিশ্বকাপ খেলতে এসেছিলো নেইমাররা। ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো ব্রাজিলের। কিন্ত কোয়ার্টার ফাইনালে হেরে উলটো বিশ্বকাপ থেকেই ছিটকে গেল ব্রাজিল।শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা – মরার ম্যাচটিতে প্রথমার্ধে বল জালে জড়াতে পারেনি কোনো দলই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন নেইমার। আর এই গোলের মাধ্যমে ছুঁয়ে ফেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। 

ম্যাচের অতিরিক্ত ১০৫ মিনিট সময়ে গোল করেন নেইমার। নাম্বারটেনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু তারপরেই ১১৬ তম মিনিটে পেটকোভিচের এক গোলে ব্রাজিলকে ছুঁয়ে ফেলে ক্রোয়েশিয়া। এই অতিরিক্ত সময়ের মধ্যে গোল ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। আর এর মাধ্যমেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৪ – ২ গোলে নেইমারদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। 

নেইমারদের বিশ্বকাপ মিশন শেষ হলেও এই ম্যাচে একটি ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেলেন নেইমার। ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন তিনি। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড  পেলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পেলেকে স্পর্শ করে ফেললেন ব্রাজিলের বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ৯২ ম্যাচে ৭৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পেলের। ১২৪ ম্যাচে সমসংখ্যক গোল করে পেলের পাশে নিজের নাম লেখালেন নেইমার।

১৯৭১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭৭ তম গোলটি করেছিলেন পেলে। দীর্ঘ ৫১ বছর পর ২০২২ এ এসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে  পেলেকে ছুঁয়ে ফেললেন নেইমার। তবে ব্যক্তিগত অর্জনের দিনে নেইমারের সব অর্জন ম্লান হয়ে গেছে দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায়। নেইমারের বিশ্বকাপ তাই শেষ হয়েছে চোখের জলে।

এদিকে অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে আছেন পেলে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন এই কিংবদন্তি। তার অসুস্থতার কারণে সংবাদমাধ্যমর নানাবিধ গুঞ্জনে ভোগান্তিতে তার পরিবার। মাঝেমধ্যে অনেকেই  ছড়াচ্ছেন পেলের মৃত্যুর গুঞ্জন। তবে হাসপাতালে থেকেই ব্রাজিলের খেলা উপভোগ করছেন পেলে। নেইমার তাকে ছুয়ে ফেললেও এই ব্যাপারে এখনো কোন প্রতিক্রিয়া জানাননি ফুটবল কিংবদন্তি ।

Exit mobile version