BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি'অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে সেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন গোল্ডেন বল। এবার  সুপার সম্মাননা হিসেবে সুপার ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন মেসি।

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সম্ভাব্য সবকিছুই জয় করে ফেলেছেন মেসি। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জয় করেছেন তিনি। তবে অধরা ছিল কেবল সোনায় মোড়ানো ঐ বিশ্বকাপ ট্রফিটা। ২০১৪ সালে যার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি। মারাকানার ফাইনালে জার্মানির কাছে হেরে কষ্ট নিয়ে বিদায় নিতে হয় মেসিকে।

কিন্তু কাতারের লুসাইল আর মেসিকে খালি হাতে ফেরায়নি। প্রাপ্য ট্রফিটাও যেন দায়মুক্ত হয়ে গেল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জাদুকরের কাছে। ফাইনালে ফ্রান্সের সঙ্গে মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৩ – ৩ গোলে ড্র, এরপর ট্রাইব্রেকারে ফরাসিদের হারিয়ে জয়োল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। তাই তো, মেসির সেই সাফল্যের পালকে যোগ হতে পারে সুপার ব্যালন ডি’অরও।

স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মেসির পরিপূর্ণ এবং সফল ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপার ব্যালন ডি’অর দেওয়া হবে তাকে। এর আগে ফুটবল ইতিহাসে এই পুরস্কার পেয়েছেন শুধু একজন খেলোয়াড়, আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদের হয়ে ৩০৮টি গোল করেছেন এই ফুটবলার। সেইসাথে টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ এবং দুটি ব্যালন ডি’অর আছে তার অর্জনে।

ফুটবলে অসামান্য এবং অভাবনীয় অবদানের প্রতি সম্মান জানাতেই সুপার ব্যালন ডি’অর দেওয়া হয়। এবার মেসির হাতে যদি সেই পুরস্কার ওঠে, তাহলে স্টেফানোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করার মতো কৃতিত্ব দেখাবেন আর্জেন্টাইন তারকা। এদিকে বর্তমানে বিশ্বকাপ শিরোপা নিয়ে নিজ দেশের সমর্থকদের সঙ্গে উদযাপন করতে ব্যস্ত মেসি এবং তার সতীর্থরা।

দীর্ঘ ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ায় শুভেচ্ছায় ভাসছেন মেসি। ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন অবসর না নিয়ে দেশের জার্সি গায়ে খেলাটা চালিয়ে যেতে চান। অনেকেই বলছেন ২০২৬ বিশ্বকাপ ও খেলতে পারেন তিনি। মেসি অবশ্য এই প্রসঙ্গে কোন মন্তব্য করেননি। কাতার বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ।

Exit mobile version