BJ Sports – Cricket Prediction, Live Score

পেলের জন্য খেলছে ব্রাজিল, হাসপাতালে বসে দেখছেন ফুটবলের রাজা

Brazil is playing for Pele, the king of football is watching in the hospital

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ। ফুটবলের এই দেশটি এবারের বিশ্বকাপেও দারুন কর্তৃত্ব করে খেলে চলছে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে ব্রাজিল খেলেছে, সেই দলকে দেখে রীতিমতো মুগ্ধ হতে পারে গোটা বিশ্ব। ৪ – ১ গোলের সেই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

সোমবার রাতটি কেটেছে একদম সাম্বাময়। সুন্দর পাস, মোহনীয় ড্রিবলিং, প্লে মেকিং,  কিংবা ফিনিশিং, সবদিকেই নিখুঁত এক শৈল্পিকতা দেখালেন নেইমার জুনিয়র, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহারা। তবে এখনই সন্তুষ্ট হতে চান না এক গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতা ব্রাজিলিয়ান নাম্বারটেন । জিততে চান, বিশ্বকাপ।

অন্তত স্বদেশের কিংবদন্তি পেলের জন্য হলেও কাতারে শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছে ব্রাজিলিয়ানরা। দক্ষিণ কোরিয়াকে হারানোর পর ভিনিসিয়াসের মুখে শোনা গেল সেই কথা। তিনি বলেন, ” আমি পেলেকে একবার জড়িয়ে ধরতে চাই। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তার জন্য এবারের বিশ্বকাপটি জিততে চাই। “

ওদিকে হাসপাতালের বেডে শুয়ে নিজ দেশের খেলা দেখছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। সাও পাওলো থেকে কাতারে, সাম্বা ফুটবলের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। নিজে সুস্থতার বার্তা দিয়ে, হেক্সা মিশনে তিতের শিষ্যদের এগিয়ে যেতে বললেন তিনি। নিজ দেশের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের উদযাপনও করতে চান পেলে।

পেলের মেয়েও জানালেন একই কথা, ব্রাজিলের হেক্সা জয় দেখতে চান তার বাবা। নেইমাররাও চান, তাদের কিংবদন্তি যেন বিশ্বজয়টা দেখে যেতে পারেন। এজন্য তার সুস্থতা কামনা করার পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নান্দনিক জয়টি ফুটবলের বরপুত্রকে উৎসর্গ করে দিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Exit mobile version