Skip to main content

News BN

পেলের জন্য খেলছে ব্রাজিল, হাসপাতালে বসে দেখছেন ফুটবলের রাজা

Brazil is playing for Pele, the king of football is watching in the hospital

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ। ফুটবলের এই দেশটি এবারের বিশ্বকাপেও দারুন কর্তৃত্ব করে খেলে চলছে। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে ব্রাজিল খেলেছে, সেই দলকে দেখে রীতিমতো মুগ্ধ হতে পারে গোটা বিশ্ব। ৪ – ১ গোলের সেই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

সোমবার রাতটি কেটেছে একদম সাম্বাময়। সুন্দর পাস, মোহনীয় ড্রিবলিং, প্লে মেকিং,  কিংবা ফিনিশিং, সবদিকেই নিখুঁত এক শৈল্পিকতা দেখালেন নেইমার জুনিয়র, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহারা। তবে এখনই সন্তুষ্ট হতে চান না এক গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতা ব্রাজিলিয়ান নাম্বারটেন । জিততে চান, বিশ্বকাপ।

অন্তত স্বদেশের কিংবদন্তি পেলের জন্য হলেও কাতারে শিরোপা জিততে মরিয়া হয়ে উঠেছে ব্রাজিলিয়ানরা। দক্ষিণ কোরিয়াকে হারানোর পর ভিনিসিয়াসের মুখে শোনা গেল সেই কথা। তিনি বলেন, ” আমি পেলেকে একবার জড়িয়ে ধরতে চাই। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তার জন্য এবারের বিশ্বকাপটি জিততে চাই। “

ওদিকে হাসপাতালের বেডে শুয়ে নিজ দেশের খেলা দেখছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। সাও পাওলো থেকে কাতারে, সাম্বা ফুটবলের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। নিজে সুস্থতার বার্তা দিয়ে, হেক্সা মিশনে তিতের শিষ্যদের এগিয়ে যেতে বললেন তিনি। নিজ দেশের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের উদযাপনও করতে চান পেলে।

পেলের মেয়েও জানালেন একই কথা, ব্রাজিলের হেক্সা জয় দেখতে চান তার বাবা। নেইমাররাও চান, তাদের কিংবদন্তি যেন বিশ্বজয়টা দেখে যেতে পারেন। এজন্য তার সুস্থতা কামনা করার পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নান্দনিক জয়টি ফুটবলের বরপুত্রকে উৎসর্গ করে দিলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...