BJ Sports – Cricket Prediction, Live Score

পরবর্তী বিশ্বকাপেও খেলবেন মেসি?

পরবর্তী বিশ্বকাপেও খেলবেন মেসি?

৩৬ বছর অপেক্ষার পর ফুটবলের সেরা ছাত্রের হাতে ধরা দিল অধরা সেই বিশ্বকাপ। ফুটবলের সব বড় বড় অর্জন হাতে থাকলেও এতদিন মেসির অধরা ছিল এই বিশ্বকাপ। অবশেষে শিরোপা জিতে যেন এক মুকুটহীন রাজার মাথায় উঠল মুকুট। মেসি ম্যাজিকে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটল আলবিসেলেস্তেদের। আর এতেই যেন অমরত্ব পেয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। কাতার বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। ফাইনালে বিশ্বকাপ জেতার পরেই তাই জোরেশোরে শোনা যাচ্ছে প্রশ্নটা এর পরের বিশ্বকাপটাও কি খেলবেন মেসি? 

ফাইনালে জয় পেয়ে ম্যাচ শেষে  এলএমটেনকে দেখা গেল অন্যরকম খুশিতে। অবিশ্বাস্য জয় পেয়ে গণমাধ্যমকে মেসি বলেন, ” অবশেষে বিশ্বকাপ জিতে গেলাম। সবকিছু অবিশ্বাস্য লাগছে। চোখের সামনে  যা হয়েছে সেটা যেন বিশ্বাসই করতে পারছি না। আমার ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়েছিলাম। আমার এই বিশ্বকাপেই হয়ত ঈশ্বর  আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। আমাদের বিশ্বাস ছিলো, সেরাটা খেলতে পারলে আমাদের হাতেই কাপটি উঠবে। আগের বিশ্বকাপগুলোতে  কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হলো আজ। আজ শুধু আনন্দের রাত “। 

ফুটবলের সব অর্জন থাকলেও বিশ্বকাপ জেতা যে তার স্বপ্ন ছিল এটাও বলে দিলেন এলএমটেন। মেসি আরো বলেন, ” যেকোনো ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে।যখন থেকে ফুটবল খেলি এই স্বপ্ন আমার মধ্যে ছিলো।  ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটাও এসে গেল। এই অঅনুভূতি ভাষায় প্রকাশ করা যাবেনা “। 

জন্মভূমিতে বিশ্বকাপ নিয়ে যাওয়ার জন্য মেসি যে কতটা মরিয়া হয়ে আছেন তা বোঝা গেল তার সাক্ষাৎকারে । তিনি বলেন,”  বিশ্বকাপ জেতার দলের সবাই ভীষণ ফুরফুরে মুডে আছে। সবাই দ্রুত দেশে ফিরতে চাই বিশ্বকাপ নিয়ে। আর্জেন্টিনায় ফেরার জন্য তর সইছে না। আর্জেন্টিনার সাধারন মানুষ কতটা উদগ্রীব হয়ে রয়েছে ট্রফিটা দেখার জন্য, সেটা একবার নিজের চোখে দেখতে চাই। ব্যাপারটা নিশ্চয়ই দারুন হবে “। 

ম্যাজিক্যাল মেসি ঘোষণা দিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে আর দেখা যাবে না এলএমটেনকে। তবে কোচ স্কালোনি দিলেন উলটো আভাস। পরবর্তী বিশ্বকাপের জন্যও প্রস্তুত থাকবে এলএমটেনের ১০ নম্বর জার্সি। তিনি বলেন, ” মেসি আমাদের দলের প্রানভোমরা। ওর জন্য দলের সবাই বাজি রেখে মাঠে লড়ে।  আমার মনে হয়, পরের বিশ্বকাপের জন্যও ১০ নম্বর জার্সিটা প্রস্তুত রাখতে হবে আমাদের। কারণ, তার ( মেসির )  যদি মনে হয় যে সে খেলতে চায়, তবে অবশ্যই সে দলে থাকবে আমাদের। “

মেসিকে নিয়ে স্কালোনি আরও বলেন, ” সব খেলোয়াড়ের নিদিষ্ট পরিকল্পনা থাকে। ক্যারিয়ার নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করে নিয়েছে।সতীর্থদের মধ্যে মেসি যা ছড়িয়ে দেয়, তা অবিশ্বাস্য।  ড্রেসিং রুমে এতটা প্রভাববিস্তারী কাউকে জীবনে কখনও দেখিনি আমি। ফাইনালেও মেসির জন্য দলের সবাই জীবন বাজি রেখে লড়েছে “। 

পরবর্তী বিশ্বকাপ হবে ২০২৬ সালে। বিশ্বকাপটির আয়োজন করবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ভক্তদের তো আশার বানী শুনিয়ে দিলেন কোচ স্কালোনি। এখন দেখা যাক, আরও একটি বিশ্বকাপে ম্যাজিক্যাল মেসির ম্যাজিক দেখা যায় কি না।

Exit mobile version