Skip to main content

News BN

দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন মেসিরা

দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন মেসিরা

মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টার দিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। সোনালী ট্রফি নিয়ে দেশে ফেরা লিওনেল মেসিদের অভিনন্দন জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে গোটা শহর। বিমান অবতরণ করার পর সবার আগে বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন আর্জেন্টাইন অধিনায়ক এবং বিশ্বকাপজয়ী দলের কোচ। মেসিদের দেখে উল্লাখে ফেটে পড়ে ভক্ত সমর্থকরা। মেসিরাও হাত নেড়ে ভক্ত, সমর্থকদের ভালোবাসার জবাব দেন 

এর বিমানবন্দরেই একবার উপস্থিত সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেছেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। এরপর মেসি সহ একে একে ছাদখোলা বাসে ওঠার জন্য চলে যান ডি মারিয়া, রদ্রিগো দিল পল এবং লিয়ান্দ্রো প্যারেদেসরা। সেই বাসে উঠেই বাঁধলো বিপত্তি। যেখানে দুপাশ থেকে হাজারো সমর্থকের ভালোবাসা নিয়ে ঘরে ফিরবেন, সেখানেই দুর্ঘটনার কবলে পড়তে পারতেন মেসিরা।

ছাদখোলা বাসের ছাদে দাঁড়িয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন মেসি, মারিয়া, ওটামেন্ডি, প্যারেদেসরা। তখনই রাস্তায় ঝুলে থাকা একটি তার হঠাৎ খেলোয়াড়দের মাথার কাছে চলে আসে। অবশ্য এসময় বিপদ বুঝতে পেরে মাথা নিচু করে বসে পড়েন সবাই। মেসিও তা-ই করলেন। যদিও মেসিকে ভাবতে হয়েছে তার হাতে থাকা ট্রফি নিয়েও। স্বপ্নের এই শিরোপায় যে দাগ লাগানো যাবে না!

দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ফুটবলাররা। কিন্তু সামান্য আঘাত পেয়েছেন প্যারেদেস। মাথায় আঘাত পাওয়ার সঙ্গে টুপিও উড়ে গেছে তার। তবে আনন্দেরর মুহূর্তে এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হননি আর্জেন্টাইন ফুটবলাররা। এমনকি বিষয়টি রসিকতা করেই উড়িয়ে দিলেন তারা। তবে যতই রসিক মনে হোক না কেন, সাবধানতা অবলম্বন না করলে হতে পারতো বড় বিপদও। যেখানে আনন্দটাও মাটি হতে পারতো।

উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটিতে সর্বশেষ এই শিরোপা যায়, ১৯৮৬ সালে। সেবার আলবিসেলেস্তেদের আনন্দের জোয়ারে ভাসিয়েছেন প্রয়াত ফুটবল ঈশ্বর, দিয়েগো ম্যারাডোনা। এখন কিংবদন্তি বেঁচে নেই। আছেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে। তাই তো, নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়েও ম্যারাডোনাকে স্মরণ করছেন আর্জেন্টাইনরা।

অন্যদিকে মেসিদের বরন করতে আর্জেন্টিনায় ১ দিনের ছুটি  ঘোষণা করে আর্জেন্টিনার সরকার। সাধারণ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে মেসিদের বরন করে নিতে। আর্জেন্টিনা এখন যেন উৎসবের দেশ। মেসিদের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আর্জেন্টিনার জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে মেসিরা ভাসছেন প্রশংসা আর শুভেচছার জোয়ারে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...