Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্রোয়েশিয়া বনাম মরক্কো: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ক্রোয়েশিয়া বনাম মরক্কো: ৩য় স্থান নির্ধারণী ম্যাচ

ক্রোয়েশিয়া বনাম মরক্কো ম্যাচের বিবরণ

ম্যাচ: ক্রোয়েশিয়া বনাম মরক্কো, ৩য় স্থান নির্ধারণী ম্যাচ । কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ১৭ ডিসেম্বর ২০২২

সময়: ৯.০০ পিএম (GMT+৬),  ৮.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কাতার


ক্রোয়েশিয়া বনাম মরক্কো প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত বিশ্বকাপ ফুটবলের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া বনাম মরক্কো ।

ক্রোয়েশিয়া এবং মরক্কো উভয় দল সেমিফাইনালে পরাজিত হয়ে তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জনের লক্ষ্যে এ ম্যাচে মাঠে নামবে। ক্রোয়েশিয়া সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে এবং টুর্নামেন্টে চমক জাগানো মরক্কো ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপে নিজেদের স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটায়। শেষ ম্যাচে সান্তনার জয়ের মধ্য দিয়ে শেষটা রঙিন করতে চাইবে উভয় দল।

গত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া টুর্নামেন্টের শুরুতে হট ফেভারিটের তালিকায় তালিকায় না থাকলেও মূল পর্ব শুরু হলে তারা নিজেদের অন্যতম শিরোপার দাবিদার হিসেবে প্রমাণ করে। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ দল হয়েও এবারের বিশ্বকাপে প্রবেশের পূর্বে ফিফা র‍্যাংকিংয়ে ১২ নম্বরে নেমে যায় তারা। কিন্তু মূল পর্ব শুরুর সাথে সাথেই ঘুরে দাঁড়াতে শুরু করে লুকা মরডিকরা। টানা দুই ফাইনালের সম্ভাবনা জাগিয়েও আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। অপরদিকে কাতার বিশ্বকাপের বিস্ময় জাগানিয়া দল মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসাবে সেমিফাইনাল খেলতে নামে তারা। নিজেদের ইতিহাসও তো বটেই আফ্রিকান ইতিহাসও এটাই সেরা সাফল্য। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা ছিল সেমিফাইনালে জিতে ফাইনালে টিকিট নিশ্চিত করা করা। কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে যায়।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল ক্রোয়েশিয়া ২২ নং দল মরক্কোর মুখোমুখি হবে। নিঃসন্দেহে ম্যাচটি মরক্কোর জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে।


ক্রোয়েশিয়া বনাম মরক্কো ম্যাচের মূল পয়েন্ট

ক্রোয়েশিয়া দলের বেশ কয়েকজন তারকা এবারের বিশ্বকাপের শেষবারের মতো খেলতে নামবে। এটি হতে চলেছে তাদের বিদায়ী ম্যাচ। ক্রোয়েশিয়া দলের মহাতারকা লুকা মরডিক তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দলকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে ব্যর্থ হলেও ক্রোয়েশিয়া দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপে ফাইনালে স্বপ্নভঙ্গের পর এবার সেমিফাইনালে থেমে যায় মরডিকের অগ্রযাত্রা। তবে নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের এই সুপারস্টার।

অপরদিকে নিজেদের ইতিহাসের সেরা সময় পার করছে মরক্কো। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে রুখে দেয় তারা। ক্রোয়েশিয়া ছাড়াও শক্তিশালী বেলজিয়াম, স্পেন এবং পর্তুগাল কে পরাজিত করার স্মৃতি আছে দলটির। তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো তৃতীয় স্থান নিশ্চিত করতে মাঠে নামবে আফ্রিকান দলটি। তাদের স্বপ্নযাত্রা সারথী ইউসুফ এন নেসাইরি। তার উপর ভর করে শেষটা রাঙিয়ে তুলতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে তারা।


ক্রোয়েশিয়া বনাম মরক্কো হেড টু হেড

ক্রোয়েশিয়া এবং মরক্কো এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে যেখানে মরক্কো একবার জয় তুলে নেয় এবং বাকি ম্যাচটি ড্র হয়। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার অভিজ্ঞতা আছে মরক্কোর।


ক্রোয়েশিয়া বনাম মরক্কো টিমের খবর

জোসেফ স্টানেসিক তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অনিশ্চিত।  নায়েফ আগুয়ের্ড সেমিফাইনাল ম্যাচে ইঞ্জুরি আক্রান্ত হওয়ায় এই ম্যাচে খেলার সম্ভাবনা কম। এছাড়া রোমান সাইচকেও এই ম্যাচে দেখা যাওয়া সম্ভাবনা কম।


ক্রোয়েশিয়া বনাম মরক্কো স্কোয়াড

ক্রোয়েশিয়া স্কোয়াড

ক্রোয়েশিয়া বনাম মরক্কো

গোলরক্ষক: ডমিনিক লোভাকোভিচ, ইভো গ্রবিক, ইভিকা ইভুসিক

ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, জোসিপ স্ট্যানিসিক, জোসিপ সুতালো, বোর্না বারিসিক, দেজান লোভরেন, জোসকো গ্যাভারদিওল, বোর্নো সোসা, মার্টিন এরলিক, জোসিপ জুরানোভিচ

মিডফিল্ডার: লুকা মডরিচ, মার্সেলো ব্রোজোভিচ, লোভরো মেজার, ইভান পেরিসিক, মাতেও কোভাসিক, নিকোলা ভ্লাসিক, ক্রিস্টিজান জ্যাকিক, মারিও প্যাসালিক, লুকা সুসিস

ফরোয়ার্ড: আন্দ্রেজ ক্রামরিক, মার্কো লিভাজা, মিসলাভ ওরসিক, আন্তে বুদিমির, ব্রুনো পেটকোভিচ

মরক্কো স্কোয়াড

ক্রোয়েশিয়া বনাম মরক্কো

গোলরক্ষক: ইয়াসিন বোনো, মুনির, আহমেদ রেদা তাগনৌতি

ডিফেন্ডার: আচরাফ হাকিমি, নায়েফ আগুয়েরে, আচরাফ দারি, জাওয়াদ এল-ইয়ামিক, ইয়াহিয়া আত্তিয়াত-আল্লাল, বদরবেনুন, নুসাইর মাজরাউই, রোমেন সাইস।

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, আজেদিন ওনাহি, বিলেল এল খানুস, ইয়াহিয়া জাবরেন, সেলিম আমাল্লাহ, আবদেলহামিদ সাবিরি।

ফরোয়ার্ড: হাকিম জিয়াচ, ইউসেফ এন-নেসিরি, আমিনে হারিত, ইলিয়াস চেয়ার, আবদেররাজাক হামদাল্লাহ, ওয়ালিদ চেদিরা, সোফিয়ান বোফাল, জাকারিয়া আবুখলাল, ইজে আবদে।


ক্রোয়েশিয়া বনাম মরক্কো প্রেডিকশন

স্কোরকার্ড: ক্রোয়েশিয়া ১-০ মরক্কো

মরক্কো নিজেদের স্বপ্নের সময় পার করলেও পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফরম বিবেচনায় এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ক্রোয়েশিয়া। তাই এ ম্যাচে জয় তুলে নেয়ার সম্ভাবনা তাদের পক্ষেই বেশি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...