Skip to main content

News BN

অশ্লীল ভঙ্গি আর এমবাপ্পে বিতর্ক নিয়ে মুখ খুললেন এমিলিয়ানো মার্টিনেজ

Emiliano Martinez opens up about lewd gestures and Mbappe controversy

কাতার বিশ্বকাপে  সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। দলকে জেতানোর অন্যতম নায়ক দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল ম্যাচে পেনাল্টিতে ফ্রান্সের শট ফিরিয়ে দিয়ে দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। শুধু ফাইনালেই নয়, পুরো টুর্নামেন্ট জুড়ে এমিলিয়ানোর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যার ফলশ্রুতিতে গোল্ডেন গ্লাভসও জিতে নেয় এই গোলরক্ষক। তবে বিতর্কের জন্ম দেয় পুরস্কার পাওয়ার পর তার অশ্লীল অঙ্গভঙ্গি। এরপর দেশে ফিরে এমবাপ্পের প্রতিকীরূপ পুতুল কোলে নিয়ে জয় উদযাপন। আর এ নিয়ে এমিলিয়ানো এবার মুখ খুললেন। 

গ্লাভস জেতার পর তার অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্স দল তার পেছনে লাগার জন্যই তিনি এ কাজ করেছেন।  এমিলিয়ানো বলেন, ” হ্যা আমার অঙ্গভঙ্গি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে জানি। কিন্ত সবার জানা উচিৎ কেন করেছিলাম সেটা, আমি ওটা করেছিলাম, কারণ ফ্রান্স দল আমার পেছনে লেগেছিল। আমাকে বিরক্ত করছিলো। অহংকার আমার ক্ষেত্রে কাজ করে না। কিন্ত খেলা টাইব্রেকারের গড়ানোতে  ফরাসিরা আমার সঙ্গে যা করেছে, তা মানা যায়না। ঐ অঙ্গভঙ্গি তাদের প্রতি জবাব মাত্র  “।  

তবে পেনাল্টির সময় তিনি মাথা ঠান্ডা রাখার কারনে  শট ঠেকিয়ে দিতে পেরেছিলেন বলে দাবী করেন। মার্টিনেজ বলেন, ”  ম্যাচের সময়েই ভেবে রেখেছিলাম পেনাল্টিতে খেলা গেলে কি করব? আমি পেনাল্টির সময় যতোটা পারি মাথা ঠান্ডা রেখেছিলাম। এই সময় নার্ভ ধরে রাখাই আসল চ্যালেঞ্জ।  ওরা ম্যাচে ৩ টি শটে গোল করলেও ঘাবড়ে যাইনি।  তার পরেও আমি নিজেকে ঠান্ডা রেখেছিলাম। আমার আত্মবিশ্বাস ছিলো, ম্যাচের এই সময়ে শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দলকে জয় এনে দেব। সেটাই হয়েছে “। 

এরপর এমিকে নিয়ে নতুন বিতর্ক দেশে ফিরে জয় উদযাপনের সময় এমবাপ্পের প্রতিকৃতি  কোলে নিয়ে উদযাপন। ট্রফি নিয়ে দেশে ফেরার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসে ট্রফি প্যারেডে অংশ নেয় আর্জেন্টিনা দল। আর সে সময় এমিলিয়ানোর কোলে দেখা যায় একটি পুতুলে এমিবাপ্পের মুখচ্ছবি লাগিয়ে জয় উদযাপন করছেন তিনি। এটি মূলত এমবাপ্পেকে অপমান করার জন্যই করেছেন তিনি। 

বিশ্বকাপ শুরুর আগে লাতিন আমেরিকার দেশ নিয়ে কটাক্ষ করেছিলেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেছিলেন, ” যখন আমরা বিশ্বকাপে পৌঁছাই তখন আমরা সেখানে প্রস্তুত হয়েই যায়। অন্যদিকে লাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা এই স্তরে নেই। সেখানকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। তাই আগামী বিশ্বকাপগুলোতেও সবসময় ইউরোপিয়ানরাই জয়ী হবে। “

তার এই মন্তব্যের জবাব দিয়েছেন এমিলিয়ানো। তিনি বলেছেন, ” এমবাপ্পে ভালো প্লেয়ার হতে পারে। তবে তার   যথেষ্ট ফুটবল জ্ঞান নেই। সে ইউরোপে খেললেও কখনো দক্ষিণ আমেরিকায় খেলেনি। যা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, তা নিয়ে আলোচনা করা সাজে না আপনার। এটা বাড়াবাড়ি।  লাতিন আমেরিকা সব সময়েই সুন্দর ফুটবল উপহার দেয় বিশ্বকে। আমাদের আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল। মানুষ এভাবেই আমাদের স্বীকৃতি দেয়। “

আর্জেন্টিনার গোলরক্ষকের সাক্ষাৎকারের পরেও বিতর্ক থামছেনা। অনেকে ফ্রান্সে তার কুশপুত্তলিকাও পুড়িয়েছে। এমবাপ্পের  ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন লাতিন আমেরিকার আর্জেন্টিনা। দুর্দান্ত পারফর্ম করে তারা অর্জন করে নিয়েছে শিরোপা। অনেকেই বলছেন এমবাপ্পের মন্তব্যের জবাব পারফরম্যান্স দিয়েই দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...