BJ Sports – Cricket Prediction, Live Score

সিঙ্গেল নিতে অস্বীকার করার জন্য কেএস ভরতের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকালেন বিরাট কোহলি

সিঙ্গেল নিতে অস্বীকার করার জন্য কেএস ভরতের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকালেন বিরাট কোহলি

#image_title

Virat Kohli (Photo Source: Disney + Hotstar)

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর শেষ টেস্টটি জেতার জন্য প্রানপন চেষ্টা করছে ভারতীয় দল। এই মুহূর্তে এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ব্যবধানকে ৩-১ করতে হবে ভারতীয় দলকে। সেটি না পারলে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ভারতের ঘরের মাঠে এই টেস্ট সিরিজ ড্র করতে।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা মিলে চতুর্থ দিন ব্যাট করতে নামেন। কিন্তু প্ৰথম সেশনেই একটি শট ঠিকঠাক টাইম করতে না পেরে টড মারফির বলে উসমান খাওয়াজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রবীন্দ্র জাদেজা। এরপর ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলির সাথে যোগ দেন কেএস ভরত।

১০৯ ওভার চলাকালীন দুই ব্যাটসম্যানের মধ্যে রান নেওয়ার ক্ষেত্রে একটি অসুবিধার সৃষ্টি হয়। বিরাট কোহলি রান নেওয়ার জন্য এগিয়ে গেলেও কেএস ভরত সেই রানটি নিতে অস্বীকার করেন। দুজনের মধ্যে এই তালমিলের অভাবের কারণে কোহলি অল্পের জন্য রান আউট হওয়া থেকে রক্ষা পান। বিরাট সময়মতো ক্রিজে পৌঁছে না গেলে ভারত একটি অনেক বড়ো উইকেট হারাত।

বিরাট কোহলি ঠিক এরপরেই কেএস ভরতের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকান এবং রেগেমেগে কিছু কথাও শোনান তাকে। এই ঘটনাটি যখন ঘটে তখন বিরাট কোহলি ৬৭* রানে ব্যাট করছিলেন।

pic.twitter.com/5ldmN4zM4F

— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) March 12, 2023

অস্ট্রেলিয়ার রান টপকে লিড দেওয়ার দিকে এগোচ্ছে ভারত

তৃতীয় দিন শুভমন গিলের ব্যাট থেকে একটি দুরন্ত শতরান এসেছে এবং যার ফলে একটি ভালো পরিস্থিতিতে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত। বিরাট কোহলিও গতকাল শতরান পেয়েছেন এবং এখনও ক্রিজে টিকে রয়েছেন।

ভারত এখনও অস্ট্রেলিয়ার রানকে ছুঁতে পারেনি। যত তাড়াতাড়ি সম্ভব সেই রান টপকে লিড দেওয়ার দিকে এগোতে চাইবে ভারতীয় দল। তৃতীয় দিন আমরা বেশকিছু ভালো ভালো পার্টনারশিপ হতে দেখেছি। গিল ও রোহিতের মধ্যে ৭৪ রান, গিল ও পূজারার মধ্যে ১১৩ রান এবং গিল ও কোহলির মধ্যে ৫৮ রানের পার্টনারশিপ হয়। এরপর বিরাট কোহলি এবং জাদেজার মধ্যে ৬৪ রানের পার্টনারশিপ হওয়ার পর চতুর্থ দিনে ৮৪ বলে ২৮ রানে আউট হন রবীন্দ্র জাদেজা।

কেএস ভরত শ্রেয়াস আইয়ারের আগে ব্যাট করতে এসেছিলেন কারণ পিঠের নীচের অংশে ব্যথার জন্য তৃতীয় দিনের শেষে তাকে স্ক্যান করাতে যেতে হয়েছিল। বর্তমানে তিনি বিসিসিআইয়ের মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন। ভারতীয় দল অবশ্যই চাইবে শ্রেয়াস ফিট হয়ে ম্যাচে ফিরে আসুক।

The post সিঙ্গেল নিতে অস্বীকার করার জন্য কেএস ভরতের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকালেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.

Exit mobile version