BJ Sports – Cricket Prediction, Live Score

মহিলাদের আইপিএলে শক্তির নীরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

 মহিলাদের আইপিএলে শক্তির নীরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Instagram)

আর মাত্র পাঁচদিন বাকি রয়েছে, এরপরই দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। শুরু হতে চলেছে প্রথমবারের মহিলাদের আইপিএল। ইতিমধ্যেই প্রথমবারের মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। প্রতমবারের মহিলা আইপিএলের নিলামেই সকলের নজর কেড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাদের দলেই রয়েছেন স্মৃতি মন্ধনার মতো তারকা ক্রিকেটারও।

আগামী ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথমবারের মহিলাদের আইপিএলে। সেই মঞ্চেই এই মুহর্তে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকেই সবচেয়ে বেশী নজর রয়েছে সকলের।  এই দলেই এবার তারকাদের সমাহার। মহিলাদের আইপিএল শুরু হওয়ার আগে সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শক্তি নিয়ে পর্যালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁরে মতে মহিলাদের আইপিএল শুরু হওয়ার আগে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই নাকি সবচেয়ে শক্তিশালী দল। হবে নাই বা কেন, এই দলেই রয়েছেন স্মৃতি মন্ধনা. রেণুকা সিং, রিচা ঘোষদের মতো তারকা ভারতীয় ক্রিকেটাররা। একইসঙ্গে রয়েছেন মেগান শাট, এলসি পেরিদের মতো তারকা ক্রিকেটাররাও।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই রয়েছেন স্মৃতি মন্ধনা, রিচা ঘোষরা

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর শিবিরকে নিয়েই সবচেেয়ে বেশী চর্চা রয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।  বোলিং থেকে ব্যাটিং সব জায়গাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে রয়েছে বলেই মনে করছেন আকাশ চোপড়া। সেইসঙ্গে রিচা ঘোষের মতো তারকা ফিনিসার থাকাটাও তাদের দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটের সেরা ক্রিকেটার হলেন রিচা ঘোষ। তাঁকেই এবারের াইপিএলের জন্য দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে লোয়ার অর্ডারে রিচা ঘোষ অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন। এক কথায় বলাই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তারকাদের সমাহার রয়েছে। সেরা ব্যাটার, সেরা বোলার এবং সেরা স্ট্রাইকার রিচা ঘোষ রয়েছে তাদের শিবিরে”।

আগামী ৫ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ণ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দলেই এবার সর্বোচ্চ দামে গিয়েছেন স্মৃতি মন্ধনা। সদ্য বিশ্বকাপ জয়ী এলসি পেরি, মেগান শাটরাও নামবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতেই। সবদিক থেকে বিচার করে শক্তিতে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই সমস্ত দিক থেকে এগিয়ে রাখছেন আকশ চোপড়া।

The post মহিলাদের আইপিএলে শক্তির নীরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version