BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে দেখতে চান সুনীল গাভাসকর

 ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে দেখতে চান সুনীল গাভাসকর

#image_title

Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

২০১৩ সালের পর থেকে আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। মাঝে কেটে গিয়েছে ৯টা বছর। আইসিরসির প্রতিযোগিতায় গেলেও ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ২০১১ সালের পর ফের এবার ভারতের মাটিতে হতে চলেছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেইসঙ্গে এই বছরই আবার রয়েছেবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। ২০২৩ সালে এই দুই আইসিসির ট্রফিতেই ভারতীয় দলের সাফল্য দেখতে চান ১৯৮৩ বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে ভারতীয় দল।

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। নিউ জিলযান্ডের কাছে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছিল ভারতীয় দল। ফের একবাকর ভারতের সামনে রয়েছে সেই হাতছানি। যদিও পথটা যে খুব একটা সহজ তা কিন্তু নয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততেইহবে ভারতীয় দলকে। এই মুহর্তে অবশ্য সেই পথে বেস খানিকটা এগিয়ে গিয়েছেন রোহিত  শর্মা। আর তাতেই যেন ভারতীয় দলকে নিয়ে আশা বাড়ছে সুনীল গাভাসকরের।

শেষবার ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ইতিমদ্যেই দুটো টেস্ট খেলা হয়ে গিয়েছে। দুই ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি তারা। পরপর দুই মন্যাচেই আড়াই দিনে শেষ করে দিয়েছে টিম ইন্ডিয়া। বিশেষত ভারতীয় বোলারদের হাত ধরেই এই অসাধ্য সাধন হয়েছে। তৃতীয় টেস্ট জিততে পারলেই কার্য়ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাের রাস্তা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া।

এই বছরই অক্টোবরে ভারতের ঘরের মাঠে হবে বিশ্বকাপ। এই দুই ট্রফিই এবার ভারতের হাতে দেখতে চান সুনীল গাভাসকর। স্পোর্টস্টারে এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “যখন চ্যাম্পিয়নদেন সংবর্ধিত হতে দেখা যায়, সেই সময় নিজেকেও তাদের একজন ভাবতে ভাল লাগে। যখন অ্যাথলিটরা নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্স ক্রমশ  ভাল করতে, সেটাই সাফল্যের পথে এগনোর অন্যতম প্রধান একটা ইঙ্গিত। এই দুটো ট্রফি আমি চাই এবার ভারতীয় দল জিতুক। একটা হল একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ এবং অন্যটি হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ”।

আসন্ন জুন মাসে ওভালে হতে চলেছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যদিও সেই মঞ্চে যাওয়ার ছাড়পত্র এখনও পর্যন্ত জোগার করতে পারেনি ভারতীয় দল। যদিও যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র থেকে যে ভারতীয় দল খুব একটা দূরে রয়েছে তা বলা যায় না।

The post ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে দেখতে চান সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.

Exit mobile version