BJ Sports – Cricket Prediction, Live Score

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে পেসারদের নিয়ে আশাবাদী অ্যাঞ্জেলো ম্যাথুজ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে পেসারদের নিয়ে আশাবাদী অ্যাঞ্জেলো ম্যাথুজ

#image_title

Angelo Mathews . (Photo by Buddhika Weerasinghe/Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর ব্যাটে সেঞ্চুরীও এসেছে। অ্যা়ঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরীতে ভর করেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের সামনে ঘরের মাঠে এখন লক্ষ্য ২৫৫ রান। যদিও এই টেস্চ জয়ের ব্যপারে যথেষ্ট আশাবাদী হয়ে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাদের পেসাররাই ভরসা যোগাচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথুজকে।

প্রথম ইনিংসে বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন অ্যা়ঞ্জেলো ম্যাথুজ। দ্বিতীয় ইনিংসেও নিউ জিল্।যান্ডের বিরুদ্ধে দ্রুত তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই জায়গা থেকেই শ্রীলঙ্কাকে টেনে তোলার কাজটা শুরু করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।  তঁর হাত ধরেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে শ্রীলঙ্কা শিবির। এই তারকা ক্রিকেটারের সেঞ্চুরী ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ৩০২ রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। টিমং সাউদির নিউ জিল্যান্ডের সামনে এখন লক্ষ্য রয়েছে ২৫৫ রানের।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

সেখানেই ২৩৫ বল খেলে ১১৩ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলবে শ্রীলঙ্কা শিবির। সেই লক্ষ্যেই বোলারদের নিয়ে আশাবাদী অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাদের দলের পেসাররা এই মুহূর্তে ভাল ছন্দে রয়েছেন। সেই শক্তিই নিউ জিল্যান্ডের ব্যাটারজের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কার বোলিং লাইনআপ।

চতুর্থ দিনের শেষে অ্যাঞ্জেলো ম্যাথুজ জানিয়েছেন, এখানের পরিস্থিতিতে কাজে লাগানোর জন্য আমাদের দলেও যথেষ্ট ভাল পেসাররা রয়েছেন। আমাদের দলে যথেষ্ট ভাল পেসারদের উপস্থিতি রয়েছে এখানে। সেইসঙ্গে আমাদের মনের মধ্যে এই বিশ্বাসও রয়েছে যে ব্যাটাররা যদি ভাল পারফর্ম্যান্স দেখান, তবে বোলাররাও নিজেদের সেরাটা এই ম্যাচে দিতে পারবেন। এখান পরিস্থিতির সুযেোগ আমাদের পেসাররা কাজে লাগাতে পারবে। তারা সত্যিই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন।

এদিনই সনত জয়সূর্যর রেকর্ড ভেঙেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। চতুর্থ দিন নিউ জিল্যান্ডের একটি উইকেটও তুলে নিয়েছে শ্রীলঙ্কার পেসাররা।  চতুর্থ দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোরবোর্ডে রয়েছে ১ ুইকেটে ১৭ রান। ম্যাচ জিততে হলে শেষ দিন ৯ উইকেট তুলতে হবে শ্রীলঙ্কাকে। শেষপর্যন্ত সেটাই শ্রীলঙ্কার পেসাররা করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

The post নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে পেসারদের নিয়ে আশাবাদী অ্যাঞ্জেলো ম্যাথুজ appeared first on CricTracker Bengali.

Exit mobile version