BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের শুরু থেকে সাকিব ও লিটন দাসকে পাওয়া নিয়ে অস্বস্তিতে নাইট রাইডার্স শিবির

আইপিএলের শুরু থেকে সাকিব ও লিটন দাসকে পাওয়া নিয়ে অস্বস্তিতে নাইট রাইডার্স শিবির

#image_title

Shakib Al Hasan & Litton Das. (Photo Source: Twitter)

আইপিএল শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ১ এপ্রিল মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলে যাত্রা শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই মঞ্চে যাত্রা শুরু করার আগেই একের পর এক ধাক্কা নাইট শিবিরে। শ্রেয়স আইয়ার কার্যত এারের আইপিএল তেকে ছিটকে গিয়েছে। এবার সাকিব আল হাসান ও লিটন দাসের খেলা ঘিরেও দেখা দিয়েছে সংশয়। শোনাযাচ্ছে প্রথম দিকেক বেশ কয়েকটি ম্যাচে নাকি দেখা যাবে না এই বাংলাদেশী তারকা ক্রিকেটারদের।

এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই দুই ক্রিকেটারকে আইপিএলে খেতে আসার জন্য নাকি ছাড়পত্র দেওয়া হয়নি। আর এই খবরটা যে নাইট রাইডার্স শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবারই নাইট শিবিরের প্রতিটি ক্রিকেটারের কলকাতায় সার সূচী ঘোষণা করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেখানেই সাকিব আল হাসান এবং লিটন দাসের সময়ের উল্লেখ নেই। আর তাতেই নাইট শিবিরের অন্দরে চিন্তা কিন্তু বাড়তে শুরু করেছে।

শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সাকিব আল হাসানকেই অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছিল

এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে বাংলাদেশ। টি টোয়েন্টি সিরিজের পর রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও। সেই সিরিজের জন্যই যে এই দুই ক্রিকেটারের কলকতা নাইট রাইডার্সের হয়ে প্রথম থেকে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তা বলাই বাহুল্য। আর এই মরসুমে এটা কলকাতা নাইট রাইডার্সেরও চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

গবছর কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের কোনও ক্রিকেটারকেই নেওয়া হয়নি। এবারের মিনি নিলামেই শেষ মুহূর্তে সাকিব আল হাসান ও নিচল দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই বছরের আইপিএলে নাইট শিবিরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দেখার সম্ভাবনা একেবারেই নেই। সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কাকে করা হতে পারে, সেদিকেই নজর রয়েছে সকলের। শোনাযাচ্ছিল শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে এবার সাকিব আল হাসানকেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করার ভাবনা শুরু হয়েছিল।

বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেইজন্যই তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অন্যদিকে এই মুহূর্তে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন লিটন দাস। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ থাকার ফলে, শুরু থেকে তাঁর খেলা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post আইপিএলের শুরু থেকে সাকিব ও লিটন দাসকে পাওয়া নিয়ে অস্বস্তিতে নাইট রাইডার্স শিবির appeared first on CricTracker Bengali.

Exit mobile version