BJ Sports – Cricket Prediction, Live Score

অক্ষর পটেলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর পরামর্শ দীনেশ কার্তিকের

 অক্ষর পটেলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর পরামর্শ দীনেশ কার্তিকের

#image_title

Washington Sundar. (Image Source: Twitter)

প্রথম ম্যাচ জিততে পারলেও দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। আগামী ২২ মার্চ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দীনেশ কার্তিকের। শেষ ম্যাচে অক্ষর পটেলের পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরকেই খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। ওয়াশিংটন সুন্দরের থেকে পাওয়ার প্লে-তে বোলিংয়ের সুবিধা পাওয়ার পাশাপাশি চিপক তাঁর হোম গ্রাুন্ড বলেই এমন পরামর্শ দিচ্ছেন দীনেশ কার্তিক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে হলে এই ম্যাচে ভারতীয় দলকে জিততেই হবে। সেই মতোই প্রস্তুতিতেও রয়েছে ভারতীয় দল। চিপকের পিচ বরাবরই খানিকটা স্পরিন সহায়ক হয়ে থাকে।টেস্টের মড্চে ভাল পারফরম্যান্স করলেও,  একদিনের সিরিজে এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্ল প্রদর্শন করতে পারেননি অক্ষর পটেল।  বুধবার সিরিজ জিততে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছাড়া কোনও উপায় নেই টিম ইন্ডিয়ার সামনে। সেখানেই স্পিনের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন দীনেশ কার্তিক।

চিপকে স্পিনারদের ওপরই গুরুত্ব দেওয়ার বার্তা দীনেশ কার্তিকের

দ্বিতীয় ম্যাচেও তিন স্পিনার নিয়েই নেমেছিল ভারতীয় দল। কিন্তু জিততে পারেনি। চিপকের পিচ অবশ্য স্পিনারদের বরাবরই সাহায্য করে এসেছে। সেই কারণেই এবার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর পরামর্শ দিচ্ছেন দীনেশ কার্তিক। তাঁর মতে চিপক ওয়াশিংটন সুন্দরের হোম গ্রাউন্ড। অন্যান্যদের থেকে তিনি এই পিচে বিশেষ সুবিধা তুলতে পারবেন। শুধু তাই নয় পাওয়ার প্লেতেও ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের দক্ষতা রয়েছে।

এই প্রসঙ্গে ক্রিকবাজক দীনেশ কার্তিক জানিয়েছেন, “আমি এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের দিকেই তাকিয়ে রয়েছি। কারণ ট্রেভিস হেডকে বোলিং করার দক্ষতা রয়েছে এই তরুণ বোলারের মধ্যে। তাঁর মানিয়ে নেওয়ার দক্ষতা রয়েছে এবং পাওয়ার প্লের মতো গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে ভালবাসেন ওয়াসিংটন সুন্দর। এই মাঠ তাঁর হোম গ্রাউন্ড এবং এই মাঠে তাঁর খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেজন্যই আমার মতে অক্ষর পটেলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত্”।

দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের ব্যাটাররা একেবারেই ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে মাত্র ১১৭ পানেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি সেই ম্যাচে। অস্ট্রেলিয়ার েকটিও উইকেট তুলতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। ১০ উইকেটেই অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া।

The post অক্ষর পটেলের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর পরামর্শ দীনেশ কার্তিকের appeared first on CricTracker Bengali.

Exit mobile version