Skip to main content

সর্বশেষ সংবাদ

ওয়াংখেড়ের পর বিশাখাপত্তনমেও শূন্য রানে ফিরলেন সূর্যকুমার যাদব

ওয়াংখেড়ের পর বিশাখাপত্তনমেও শূন্য রানে ফিরলেন সূর্যকুমার যাদব

Suryakymar Yadav. ( Photo Source: Disney + Hotstar )

ওয়াংখেড়ে থেকে বিশাখাপত্তনম। ছবিটা বদলালো না। প্রতম ম্যাচেও সেই মিচেল স্টার্কের কাছেই বিধ্বস্ত হয়েছিলেন সূর্যকুমার যাদব। রানের কাতাই কুলতে পারেননি সেই ম্যাচে। বিশাখাপত্তনমে তাঁর ব্যাট থেকে রানের প্রত্যাশা থাকলেও আবারও সেই হতাশাই সঙ্গী হয়েছে সূর্যকুমার যাদবের। বিশাখাপত্তনমেও রানের খাতা খুলতে পারলেন না তিনিই সেই মিচেল স্টার্কের বিরুদ্ধেই ফের অলবি ডব্লু হয়ে সাজঘরে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবকে। একদিনের ক্রিকেটে তাঁর এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে যে বড়সড় সমালোচনা শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টিতে দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন সূর্যকুনমার যাদব। এই মুহর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাটে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষস্খানে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেই পারফর্ম্যান্স একদিনের ক্রিকেটে দেখাতে পারছেন না তিনি। ম্যাচের আগের দিনই এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। সূর্যকুমার যাদবের হাতে যে ক্রমশই সময় কমে আসছে তা বলতা দ্বিধা করেননি তিনি। এই দুটো ম্যাচ যে সূর্যকুমাার যাদবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই বার্তাই শোনা গিয়েছিল ওয়াসিম জাফরের মুখে।

প্রথম ম্যাচেও মিচেল স্টার্কের বোলিংয়েই আউট হয়েছিলেন সূর্যকুমার যাদব

কিন্তু সেই সুযোগ সূর্যকুমার যাদব কাজে লাগাতে ফের একবার ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। দ্বিতীয় ম্যাচেও শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের দাপুটে পারফর্ম্যান্স ছিল। এদিনও শুরু থেকে মিচেল স্টার্ক বিধ্বংসী রূপ ধারণঁ করেছিলেন। সেই একই ভুল তাঁর বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে করতে দেখা গেল। স্টার্কের বোলিংয়ের বিরুদ্ধে এলবি ডব্লু হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।

সেইসঙ্গেই যে তাঁকে নিয়ে কানাভুসো শুরু হয়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বিশ্বকাপের দল গঠন করাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। সেখানে সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও তিনি কিন্তু কাজে লাগাতে একেবারেই ব্যর্থ হয়েছেন। রবিবারও সেই মিচেল স্টার্কের কাছেই বিধ্বস্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। এই ঘটনা কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

এখনও পর্যন্কত একদিনের ক্রিকেটে সেঞ্চুরী ইনিংস খেলতে পারেননি সূর্যকুমার যাদব। ২২ টি একদিনের ম্যাচ খেলে সূর্যকুমার যাদব সর্বোচ্চ রান করেছেন ৬৪। মাত্র দুটো অর্ধশতরান পেয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।

The post ওয়াংখেড়ের পর বিশাখাপত্তনমেও শূন্য রানে ফিরলেন সূর্যকুমার যাদব appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ডাব্লুউপিএল অরেঞ্জ এবং পার্পেল ক্যাপ বিজেতা হলেন যথাক্রমে মেগ ল্যানিং এবং হেইলি ম্যাথুস

Meg Lanning and Hayley Matthews. (Photo Source: WPL)ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুম শেষ হল। মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা...

আরসিবি আনবক্স ইভেন্টে নতুন জার্সি প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

RCB Jersey. (Photo Source: Twitter)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের মাত্র পাঁচ দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি আনবক্স ইভেন্টে তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। জার্সি প্রকাশের সময়ে অধিনায়ক ফাফ ডু...

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে শিরোপা জিতল হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)ডাব্লুউপিএলের প্ৰথম বিজেতা হল মুম্বাই ইন্ডিয়ান্স। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করল হারমানপ্রিত কউরের দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার...

নো-বল নাকি বৈধ ডেলিভারি? বিতর্কিত সিদ্ধান্তে আউট শাফালি ভার্মা

Shafali Verma’s dismissal. (Photo Source: Jio Cinema)উইমেন’স প্রিমিয়ার লিগ ২০২৩-এর ফাইনাল একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে শুরু হয়েছিল যখন ইসি ওয়ং ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে শাফালি ভার্মাকে আউট করেছিলেন।...