BJ Sports – Cricket Prediction, Live Score

৩১৭ রানের বড় ব্যবধানে হারের তদন্ত করবে শ্রীলঙ্কা 

৩১৭ রানের বড় ব্যবধানে হারের তদন্ত করবে শ্রীলঙ্কা 

সম্প্রতি একদিনের ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবধানে হেরে লজ্জাজনক রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হেরে যায় লঙ্কানরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো দিকেই ভারতের সঙ্গে পেরে ওঠেনি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু কেন এই করুন দশা শ্রীলঙ্কা ক্রিকেট দলের! এবার এই হারের ব্যাখ্যা দিতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে। ম্যাচটি নিয়ে হবে তদন্ত। এমন আভাসেই দিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম। 

সেই ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ৩৯১ রানের বড় টার্গেট দেয় ভারত। কিং কোহলি, শুভমন গিলের ব্যাটিং তান্ডবে লঙ্কান বোলাররা কোনো দাপটই দেখাতে পারেনি। কোহলি একাই ১১০ বলে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন গিলও। ব্যাটিংয়ে ঝড় তোলা এই পিচেই টার্গেটে নেমে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। একে একে ধস নামতে থাকে শ্রীলঙ্কার উইকেটে। মোহাম্মদ সিরাজ একাই নেন উইকেট। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো দিকেই ভালো  করতে পারেনি লংকানরা। 

এই লজ্জাজনক হারে ক্ষোভ প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ডের কাছে ব্যাখ্যা দিতে হবে এই হারের। ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে হারার ম্যাচটা নিয়ে তদন্ত করবে তারা। ইতোমধ্যেই শ্রীলঙ্কার ম্যানেজারের কাছে বার্তাও পৌঁছে গেছে। পাঁচ দিনের মধ্যে বোর্ডের কাছে এই হারের জন্য প্রতিবেদন জমা দিতে হবে।  দলের সঙ্গে যুক্ত সকল সদস্যদের বক্তব্য থাকতে হবে সেখানে। 

এদিকে সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কা সরকার একটি স্বাধীন তদন্তকারী সংস্থাকে এর তদন্তের দায়িত্ব দিয়েছে। তদন্তে একাধিক  অভিযোগ উঠেছে। বোর্ডের টাকায় অস্ট্রেলিয়ায় রেস্তোরাঁ খুলেছেন জয়বর্ধনে। টিটোয়েন্টি বিশ্বকাপের সময় দলের উপদেষ্টা ছিলেন তিনি। আর সেই সময়ই অস্ট্রেলিয়ায় নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন, এমন অভিযোগও ওঠে। 

টিটোয়েন্টি বিশ্বকাপে ঘটে আরও বিভিন্ন  অনাকাঙ্ক্ষিত ঘটনা। যৌন হয়রানির দায়ে অস্ট্রেলিয়ার টিম হোটেল থেকে গ্রেফতার হন দানুস্কা গুনাতিলকা। যার মামলা এখনও চলছে। এরপরে  আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ ওঠে মারপিট করার। এক পানশালায় ছবি তোলাকে কেন্দ্র করে মারপিট করেন চামিকা করুনারত্নে। তবে তার সঙ্গে নাকি আরও ছয় জন ক্রিকেটার ছিলেন, যদিও তাদের নাম প্রকাশিত হয়নি। 

উল্লেখ্য, গত টিটোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপ অভিযান শুরু করে তারা নামিবিয়ার বিপক্ষে হার দিয়ে। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের চতুর্থ স্থানে থেকে  বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। কিন্তু তার আগে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় তারা। এখন আবার ভারতের কাছে লজ্জাজনক এই হার। সব মিলিয়ে ভালো সময় পার করছে না শ্রীলঙ্কা ক্রিকেট।

Exit mobile version