BJ Sports – Cricket Prediction, Live Score

২০২৩ বিশ্বকাপেই সাকিব, তামিমদের ক্যারিয়ার শেষ?  

The Bangladesh cricket team was celebrating at the Providence Stadium in Guyana.

2023 World Cup will be the last chapter of Shakib-Tamim's career?  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উৎসবে মেতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাতবে নাই বা কেন, ক্যারিবিয়ান সফরের শুরুটা যে মোটেও সুখকর ছিল না টাইগারদের জন্য। একে একে হেরেছিল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। তবে চিরচেনা ফরম্যাটে ফিরে আবারো ছন্দে ফিরেছে তামিম ইকবালের দল। আর এতেই খুশি নেতৃত্ব পাওয়ার পর এ বছরই টানা পাঁচ সিরিজ জয় নিশ্চিত করা অধিনায়ক। দ্বিতীয় ম্যাচ শেষে তাই বেশ হাসি মুখেই ছিলেন তামিম। 

তামিমের মুখে ঐ হাসির অবশ্য আরেকটি বড় কারণ আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরে ব্যাকফুটে ছিল টিম বাংলাদেশ। ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা ভালো অবস্থানে ছিল না। ওয়ানডে অধিনায়ক চেয়েছিলেন ড্রেসিংরুমের আবহটা আবার ফিরিয়ে আনতে, তিনি সফলও হয়েছেন। ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিলাম। ড্রেসিংরুমে কেউ ভালো অবস্থায় ছিল না। সবাই জিততে চেয়েছে (ওয়ানডে) । এই ফল তাই আনন্দ দিচ্ছে।’ 

 ওয়ানডেতে সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক তামিম। খাদের কিনারায় থাকা দলকে টেনে তুলেছেন ডাঙ্গায়। তাই অধিনায়কের মুখে চওড়া হাসি থাকাটাও স্বাভাবিক। এবার তামিমের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য কম্বিনেশন তৈরি করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করার লক্ষ্য ড্যাশিং এই ওপেনারের। পাশাপাশি এটাও জানিয়ে রাখলেন, ২০২৩ বিশ্বকাপ হতে পারে চার পান্ডবের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বড় ইভেন্টের একটি হবে। বিশেষ করে আমাদের চারজনের, (আমি, সাকিব, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) যাদের সম্ভবত সেখানেই শেষ হবে (ক্যারিয়ার) । আমাদের সম্ভাব্য সর্বোত্তম সমন্বয় তৈরি করতে হবে এবং দলকে এগিয়ে যেতে হবে।’

Exit mobile version