BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৪ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১৪) – হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস

Cricket Highlights, 24 Dec: BBL 2022/23 (Match 14) – Hobart Hurricanes vs Melbourne Renegades

হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস (ম্যাচ ১৪) – হাইলাইটস

বিবিএল ২০২২ এর ১৪তম ম্যাচে হোবার্টের ব্লান্ডস্টোন এরিনায় বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে মেলবোর্ন রেনেগেডস এর বিপক্ষে ৮ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেনস। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাইলি মেরেডিথ।

টসে জিতে হোবার্ট হারিকেনস এর অধিনায়ক নাথান এলিস প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং মেলবোর্ন রেনেগেডসকে বোলিং করতে পাঠান। ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২২ রান তুলতেই অল-আউট হয়ে যায় হোবার্ট হারিকেনস। জবাবে ১৯.২ ওভারে ১১৪ রান তুলতেই থেমে যায় মেলবোর্ন রেনেগেডসের ইনিংস। ফলে ৮ রানের জয় পেয়ে যায় হোবার্ট হারিকেনস।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে হোবার্ট হারিকেনস। প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে নেয় তারা। কিন্তু এরপর মেলবোর্ন রেনেগেডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ৬ষ্ঠ ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরেন জিমি নিশাম (২৮)। এরপর একে একে কালেব জুয়েল (৮), শাদাব খান (১৪), টিম ডেভিড (৫) এবং টিম পেইন (১০) প্যাভিলিয়নে ফিরেন।

শেষ দিকে নাথান এলিস এবং জোয়েল প্যারিসের ধৈর্য্যশীল ইনিংসের সৌজন্যে ১২২ রান তুলতে সক্ষম হয় তারা। জোয়েল প্যারিস ১২ এবং নাথান এলিস ২১ রান করে সাজঘরে ফিরেন। মেলবোর্ন রেনেগেডসের হয়ে ডেভিড মুডি এবং আকিল হোসেন সর্বাধিক ৩টি করে উইকেট তুলে নেন। এছাড়া আন্দ্রে রাসেল ২টি এবং মুজিব উর রহমান ও টম রজার্স ১টি করে শিকার করেন।

১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট হারিকেনসের বোলারদের বোলিং তোপে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মেলবোর্ন রেনেগেডস। ৩ ওভারে দলীয় ১১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের ২য় বলেই সাজঘরে ফিরেন অধিনায়ক নিক ম্যাডিনসন। এরপর ২য় ওভারে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (১) এবং ৩য় ওভারে স্যাম হার্পার (৬) আউট হয়ে যান।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অ্যারন ফিঞ্চ এবং জনাথন ওয়েলস। তবে দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা ব্যাকফুটে চলে যায় মেলবোর্ন রেনেগেডস। আর সেই সাথে তাদের রানের গতিও মন্থর হয়ে পড়ে। ৪র্থ উইকেটে এই দুজন মিলে ৩১ বলে ৩০ রানের জুটি গড়ে তোলেন। ৮ম ওভারের শেষ বলে ফিঞ্চ (১৮ বলে ১৩ রান) সাজঘরে ফিরে গেলে ভাঙে এই জুটি।

এরপর আরও ১৪ রান তুলতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে মেলবোর্ন রেনেগেডস। যেখানে আন্দ্রে রাসেল ৪ বলে ২ এবং জনাথন ওয়েলস ৩৩ বলে ২৬ রান করেন। এরপর উইল সাদারল্যান্ড চেষ্টা চালিয়ে গেলেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। দলের শেষ ব্যাটার হিসেবে তিনি প্যাভিলিয়নে ফেরার আগে ২৯ বলে ৪০ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল সমান সংখ্যক ২টি করে চার ও ছক্কার মার।

হোবার্ট হারিকেনসের হয়ে রাইলি মেরেডিথ ছাড়াও শাদাব খান ৩টি উইকেট শিকার করেন। এছাড়া প্যাট্রিক ডুলি এবং জোয়েল প্যারিস ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে হারের মাধ্যমে বিবিএল এর এই মৌসুমে প্রথম হারের স্বাদ পেল মেলবোর্ন রেনেগেডস। চার ম্যাচে তিন জয় ও এক হার নিয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। অপরদিকে জয়ী হয়ে হোবার্ট হারিকেনস এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে।


হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস এর স্কোরবোর্ড

হোবার্ট হারিকেনস – ১২২/১০ (১৮.০)

মেলবোর্ন রেনেগেডস – ১১৪/১০ (১৯.২)

ফলাফল – হোবার্ট হারিকেনস ৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রাইলি মেরেডিথ



হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচের একাদশ

হোবার্ট হারিকেনস নাথান এলিস (অধিনায়ক), টিম পেইন (উইকেট রক্ষক), ডি আর্সি শর্ট, কালেব জুয়েল, জেমস নিশাম, শাদাব খান, আসিফ আলী, জোয়েল প্যারিস, প্যাট্রিক ডুলি, টিম ডেভিড, এবং রাইলি মেরেডিথ।
মেলবোর্ন রেনেগেডস নিক ম্যাডিনসন (অধিনায়ক), স্যাম হার্পার (উইকেট রক্ষক), জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জনাথন ওয়েলস, অ্যারন ফিঞ্চ, আন্দ্রে রাসেল, উইল সাদারল্যান্ড, আকিল হোসেন, টম রজার্স, মুজিব উর রহমান এবং ডেভিড মুডি।
Exit mobile version