BJ Sports – Cricket Prediction, Live Score

হার্দিক পান্ডিয়ার ব্রান্ড ভ্যালু বেড়ে আকাশচুম্বী

হার্দিক পান্ডিয়ার ব্রান্ড ভ্যালু বেড়ে আকাশচুম্বী

সময় এখন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। মাঠ এবং মাঠের বাইরে বৃহস্পতি তুঙ্গে এই অলরাউন্ডারের। একদিকে যেমন মাঠের খেলায় দলকে জিতিয়ে যাচ্ছেন, তেমনি বিজ্ঞাপনের বাজারেও হার্দিক সাড়া ফেলেছেন। 

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেই ফর্মের তুঙ্গে পান্ডিয়া। আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন তার দলকে। ব্যাটিং, বোলিং দুই বিভাগের ভালো পারফর্ম করে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ভারতীয় অলরাউন্ডার। মাঠের ২২ গজের পারফরম্যান্সে যেমন সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, তেমনি বিজ্ঞাপনের বাজারেও আকাশচুম্বী দর উঠেছে হার্দিকের।

মাঠের পারফরম্যান্সে হার্দিকের গ্রাফ যতই উন্নতি হচ্ছে, ব্র্যান্ড ভেল্যুও তত বাড়ছে। গত ছয় মাসে তার ব্র্যান্ড ভেল্যু বেড়েছে ৩০৪০ শতাংশ। বিষয়টি জানিয়েছে হার্দিকের আর্থিক বিষয় দেখভাল করা সংস্থারাইজ ওয়ার্ল্ডওয়াইড দ্রুত গতিতে হার্দিকের এই দর বাড়ার অন্যতম কারণ হতে পারে, নতুন নতুন প্রতিষ্ঠানগুলোতে তার চাহিদা।

সংস্থাটির কর্মকর্তা নিখিল বারদিয়া প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ‘হার্দিক এখন ১১টি ব্র্যান্ডের মুখ। তারমধ্যে আবার ৯টি ব্র্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আরো ৫টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি প্রায় পাকা। সেটা আমরা আগামী দুই মাসের মধ্যেই জানিয়ে দেব। এই বছরের শেষদিকে প্রায় ২০টি ব্র্যান্ডের মুখ হবে হার্দিক।

হার্দিকের জনপ্রিয়তা প্রসঙ্গে নিখিল আরো বলেন, ‘হার্দিকের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় বিষয়। এই ফিরে আসার মধ্যে লড়াই, আবেগ জড়িয়ে আছে। হার্দিকের ব্যক্তিত্বেও বদল এসেছে। এখন সে খুব শান্ত এবং আত্মবিশ্বাসী। এই বদলে যাওয়া হার্দিককে সবাই চাইছে। যত ভালো খেলবে, ব্র্যান্ড ভ্যালু তত বাড়বে।

অন্যদিকে জানা গেছে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে একদিন শুটিং করলে, দেড় থেকে দুই কোটি টাকা নেন তিনি। একইসাথে অনলাইন প্লাটফর্মেও ব্র্যান্ডিংয়েও মোটা অঙ্কের অর্থ নেন হার্দিক।

উল্লেখ্য এবারের এশিয়া কাপে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে হারায় ভারত। আইপিএলের ফর্মটা যেন টেনে এনেছেন এশিয়া কাপেও। এবার তার কাধে সওয়ার হয়েই এশিয়া কাপ জেতার পাশাপাশি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ভারত। যদি তাই হয় তার ব্রান্ড ভ্যালু কোথায় পৌছুবে সেটাই তখন দেখার বিষয়।

Exit mobile version