Skip to main content

স্লোয়ার বলে সেরাদের তালিকায় মুস্তাফিজ

স্লোয়ার বলে সেরাদের তালিকায় মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর থেকেই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটারস্লোয়ারে ব্যাটসম্যানদের নাভিশ্বাস করে তুলতে, বাংলাদেশি পেসারের জুড়ি মেলা ভার। এবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইফোর তৈরি, টিটোয়েন্টিতে সেরা স্লোয়ার বোলারের তালিকায় জায়গা পেলেন তিনি।

মুস্তাফিজ নিয়মিত ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন তবে কব্জির মোচড়ে সুইং করাতেও বেশ পারদর্শী তিনি। সেই সাথে গুরুত্বপূর্ণ মুহূর্তেস্লোয়ারদিয়ে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে ফেলেন মুস্তাফিজ।

এদিকে মুস্তাফিজ যেহেতু বাঁহাতি বোলার, সেহেতু তার কাটার খেলতেও বেশ বেগ পেতে হয় ব্যাটসম্যানদের। কারণ কোনটি অফ কাটার আর কোনটি লেগ কাটার, সেটি বুঝতে হিমশিম খেতে হয়। আবার এসব কাটার পেসারদের কাটারের মতো কাঁধ বরাবরও উঠে যায়। যে কারণে সেরা স্লোয়ার বোলারের তালিকায় জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের পেসার টাইমাল মিলস, অস্ট্রেলিয়ার নাথান এলিস, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ডোয়াইন ব্রাভো এবং আরেক ইংলিশ পেসার জোফরা আর্চার।তবে বল হাতে বর্তমান সময়টা যেন ভালো যাচ্ছেনা ফিজের। 

শুরুর সেই ফিজ যেন নিজেকে হারিয়ে খুজছেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো বলেই দিয়েছেন মুস্তাফিজ এখন আর অটো চয়েজ নন। অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করেননা বলেও গুঞ্জন আছে ফিজের বিরুদ্ধে।

 তবে তার পরেও স্লোয়ার বলে সেরাদের তালিকায় এশিয়ার দলগুলো থেকে জায়গা পাওয়া একমাত্র পেসার টাইগার মুস্তাফিজই। জায়গা হয়নি পাকিস্তান, ভারতের মতো দল থেকে কোনো পেসারেরও।তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি কাটার মাস্টার। 

সামনেই নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া বাইরে মুস্তাফিজের কাটার তেমন কাজ করেনা বলেও গুঞ্জন আছে। ত্রিদেশীয় সিরিজ হতে যাচ্ছে তাই ফিজের জন্য অগ্নী পরীক্ষা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২০-এ মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য: ব্লু এবং গোল্ড ব্যাক-টু-ব্যাক শিরোপা চ্যাম্পিয়ন!

আধিপত্যের একটি দুর্দান্ত প্রদর্শনে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ মরসুমে শিরোপা জয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাওয়ার হাউস হিসাবে তাদের মর্যাদা পুনঃনিশ্চিত করেছে। অভিজ্ঞ প্রচারক রোহিত শর্মার নেতৃত্বে নীল ও সোনার...

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে!

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৯ মরসুমটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১২ মে, ২০১৯-এ...

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে!

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৮ মরসুমে চেন্নাই সুপার কিংস (সিএসকে ) ফ্র্যাঞ্চাইজি দুই বছরের স্থগিতাদেশের পরে বিজয়ী প্রত্যাবর্তনের...

আইপিএল ২০১৭-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জয়: আবারও নীল ও সোনার রাজত্ব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৭ মরসুম ক্রিকেট ইতিহাসে আরেকটি মুগ্ধকর অধ্যায়ের সাক্ষী হয়েছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে, বিশ্বের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে। রোহিত...