BJ Sports – Cricket Prediction, Live Score

সৌরভ গাঙ্গুলী – জয় শাহরা কি আবারো বোর্ডে থাকবেন?

সৌরভ গাঙ্গুলী - জয় শাহরা কি আবারো বোর্ডে থাকবেন?

সৌরভ গাঙ্গুলী - জয় শাহরা কি আবারো বোর্ডে থাকবেন?

এই মুহুর্তে ভারতের ক্রিকেটে টক অব দ্যা কান্ট্রি সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ। তারা কি ফের আবার বোর্ডে থাকবেন কিনা এটা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা কল্পনা চলছেই। সুপ্রিম কোর্ট আবেদন শোনার পর জানা যেতে পারে সৌরভজয় শাহদের ভাগ্য। দ্রুতই বোর্ডের আবেদন শোনার কথা সুপ্রিম কোর্টের। 

কুলিং অফ আইনের জন্য সৌরভদের থাকা না থাকাটা এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছে। এই কুলিং অফ আইনের অবসান চেয়ে কোর্টের কাছে আবেদন করেছে বোর্ড। সংবিধান সংশোধনের মাধ্যমে এই আইনের অবসান ঘটলে বোর্ডের পদে থাকতে পারবেন সৌরভ গাঙ্গুলী, জয় শাহরা। নতুবা নতুন করে নির্বাচন করতে হবে পদের জন্য। 

সৌরভ গাঙ্গুলী বোর্ড়ে আসার পর বেশ গতি পেয়েছে ভারতের ক্রিকেটে। রাহুল দ্রাবিড়, লক্ষ্মনদের মত সাবেকদের যুক্ত করেছেন ভারতের ক্রিকেটে। ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন। ইডেন গার্ডেনে গোলাপি বলে দিন রাত্রির টেস্ট চালু করেছেন। দেশের ক্রিকেট কাঠামো পরিবর্তনে বেশ ভূমিকা রেখেছেন বর্তমানের ভারতের ক্রিকেটে বোর্ড সভাপতি। অনেকেই তাই চান বোর্ডে আবার থাকুক গাঙ্গুলি তবে রাজ্য সংস্থায় ছয় বছর হয়ে গিয়েছে সৌরভের সভাপতিত্বে এবং জয় শাহের সচিব পদের। কোর্ট এই আইনের অবসান না করলে পদে থাকতে পারবেন না তারা। সৌরভশাহ জুটির আইনি বাধা ঐখানেই। 

বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন কমিটির সুপারিশ সুপ্রিম কোর্ট গ্রহন করার পর বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফ আইনের কথা বলেছিলেন। সে অনুযায়ী পরপর দুইবার তিন বছরের মেয়াদ পূর্ন হয়ে যাওয়ায় সৌরভ এবং জয়ের কুলিং অফে চলে যাওয়ার কথা। কিন্তু এই আইনের সংশোধন চায় বোর্ড। 

এশিয়া কাপ দেখতে দুবাইতে গিয়েছিলেন সৌরভ। সেখানে অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি কলকাতার মহারাজা। শেষ পর্যন্ত দেখা যাক কি ঘটে সৌরভদের ভাগ্যে। তবে আবার বোর্ডে ফিরলে নিশ্চয়ই এটা ভারতের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সৃষ্টি হবে।

Exit mobile version