BJ Sports – Cricket Prediction, Live Score

সৌরভের আইসিসির চেয়ারম্যান হওয়া হচ্ছে না 

Sourav not going to be the chairman of ICC

কয়েকদিন আগেই নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ, সদ্য বিদায়ী সভাপতি সৌরভ গাঙ্গুলীর তিন বছরের মেয়াদ শেষ হয়েছে। তবে রজার বিনির কাছে ক্ষমতা হারানোর পর গুঞ্জন ওঠে, আইসিসি’র সভাপতি পদে সৌরভের নাম পাঠাবে ভারত। তবে শেষ মুহুর্তে এসে তাও করলো না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই জানা গেল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখে।

আইসিসিতে নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ২০ অক্টোবর । কিন্তু সৌরভের নাম জমা দেয়নি ভারত। অথচ আইসিসিতে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এজন্য মঙ্গলবার বিনির কাছে আনুষ্ঠানিকভাবে কাজ বুঝিয়ে দেওয়ার পর প্রশাসনের সঙ্গে দেখাও করেন সৌরভ।

অবশ্য সৌরভ যে আইসিসিতে যাচ্ছেন না, তা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পরেই অনেকটা অনুমেয় ছিল। কারণ, সেই সভায় ভারত থেকে কারো নাম পাঠানোর ব্যাপারে আলোচনাই হয়নি। ফলে শুধু সৌরভ নয়, এবার কারো নামই পাঠায়নি ভারত। তবে জানা গেছে, এবার আইসিসির সভাপতি পদের জন্য নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকেই সমর্থন করবে বিসিসিআই।

এদিকে বিসিসিআইয়ের পদ হারানোর পর নিজের গতিবিধি বুঝতে পেরে সৌরভ জানিয়েছেন, ফের সিএবি’র নির্বাচনে লড়তে চান তিনি। নির্বাচনের জন্য ২০ অক্টোবরের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও পাঁচ বছর সিএবিতে প্রশাসক হিসেবে কাজ করেছেন সৌরভ।

Exit mobile version